সম্পর্ক শেষ করার আগে প্রশ্ন করুন নিজেকে.....
কেউই
 চান না নিজের তিল তিল করে যত্মে গড়ে তোলা সম্পর্কটি ভেঙে যাক নিমেষেই। 
অনেকেই আছেন যারা দীর্ঘসময় ধরে চেষ্টা করতে থাকেন সম্পর্ক ধরে রাখার, এতে 
যতো সমস্যাই হোক না কেন। কিন্তু কিছু সময় আছে যখন সম্পর্ক ধরে রাখার 
যন্ত্রণা ছেড়ে দেয়ার যন্ত্রণা থেকে অনেক বেশী হয়। তখনই সম্পর্ক ভেঙে ফেলা 
উচিত, আর কিছু না হোক অন্তত চিন্তা করা উচিত সম্পর্ক ভেঙে ফেলা নিয়ে। তবে 
চিন্তা মাথায় এলেই হুট করে সম্পর্ক ভেঙে না ফেলে নিজেকে কিছু প্রশ্ন করে 
নিন। হতে পারে আপনি যা নিয়ে সম্পর্কে থেকে কষ্ট পাচ্ছেন তা আপনার নিজেরই 
তৈরি। নিজেকে প্রশ্ন করে আগে বুঝে নিন সমস্যাটা কোথায় হচ্ছে এবং সম্পর্কটি 
আসলেই ভেঙে ফেলা উচিত কি না।
১) সম্পর্কে থেকে আমি সুখ না দুঃখ কোনটা বেশী পাচ্ছি?
মাথায়
 যেহেতু সম্পর্ক ভাঙার কথা আসছে সেহেতু নিশ্চয়ই আপনি কষ্ট পাচ্ছেন। কিন্তু 
এখানে ভেবে দেখার প্রয়োজন রয়েছে যে আপনি সম্পর্কে থাকা পুরো সময়ে কি শুধুই 
কষ্ট পেয়েছেন নাকি আপনার বর্তমান অবস্থার জন্য চিন্তা করছেন সম্পর্ক ভেঙে 
ফেলার? যদি আপনি শুধুমাত্র বর্তমানের জন্য সম্পর্ক ভাঙতে চান তাহলে হুট করে
 সিদ্ধান্ত না নেয়াই উচিত। যদি আগে আপনাদের মধ্যে সুসম্পর্ক থেকে থাকে এবং 
আপনি সুখে থেকে থাকেন তাহলে আরেকবার চেষ্টা করা উচিত। আর যদি একেবারেই সুখে
 না থেকে থাকেন তাহলে ভাঙার সিদ্ধান্ত নিয়ে ফেলুন।
২) আমার কি সম্পর্কে থাকার জন্য নিজের সবকিছুই বিসর্জন দিতে হচ্ছে?
দুজন
 মানুষের অনেক ছাড় দেয়ার মাধ্যমেই সম্পর্ক মজবুত হয়ে গড়ে ওঠে। এবং সম্পর্ক 
এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুজনের মধ্যেই পরিবর্তন জরুরী। কিন্তু যদি 
সম্পর্কের জন্য নিজের স্বত্বা, চিন্তা চেতনা সবই বিসর্জন দিতে হয় তাহলে 
সম্পর্কে থাকা নিয়ে অবশ্যই নিজেকে প্রশ্ন করা উচিত। কারণ, যে সম্পর্কে 
নিজের সব কিছু এমনকি নিজের স্বত্বাও বাদ দিতে হয় তাহলে সম্পর্ক ভেঙে ফেলাই 
ভালো।
৩) আমরা কি ঝগড়া বেশী করি নাকি সুখস্মৃতি বেশী?
সম্পর্কে
 একটু ঝগড়াঝাঁটি হয়েই থাকে। ছোটোখাটো ব্যাপারেও ঠোকাঠুকি লেগে যায় অনেকের 
মধ্যে। কিন্তু এখানে বিষয়টি হচ্ছে আপনারা সম্পর্কের ঠিক কতোটা সময় ঝগড়া করে
 কাটিয়েছেন বলুন তো? আর আপনাদের ঝগড়ার পর মনোমালিন্যের সময়ে মনে করার মতো 
সুখস্মৃতি কতোটা রয়েছে তাও হিসেব করে দেখুন। হিসেব করার একটিই অর্থ রয়েছে, 
আর তা হচ্ছে, এই সুখস্মৃতি যতো বড় ঝগড়াই হোক না কেন দুজনের মান ভাঙাতে 
যথেষ্ট। কিন্তু যদি আপনাদের সম্পর্কে এই সুখস্মৃতিই না থাকে তাহলে নিজেদের 
মধ্যে আকর্ষণ সত্যিই হারাতে থাকবেন এবং এই সম্পর্কের আসলেই কোনো ভবিষ্যৎ 
নেই।
৪) আমি কি সত্যিই তাকে ভালোবাস্তি
এই
 প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ভালোলাগা এবং শুধুমাত্র একাকীত্ব 
কাটানোর মানুষ খুঁজে পাওয়াকে ভালোবাসার নাম দিয়ে বসে থাকেন। কিন্তু কিছু 
দিনের মধ্যেই এই ধরণের ভালোলাগা কাটতে শুরু করে এবং তখন সম্পর্কে 
টানাপোড়নের শুরু হয়। যদি আপনার সাথে এই ধরণের কিছু হয়ে থাকে তাহলে সম্পর্ক 
ভাঙা নিয়ে চিন্তা করুন। আর যদি এরকমটি না হয় তাহলে ভাবুন আরেকটি বার। 
নিজেকেই প্রশ্ন করে দেখুন না, ‘আমি কি তাকে সত্যিই ভালোবাসি নাকি, সে শুধুই
 আমার একাকীত্ব ঘোচানোর মানুষ’।

No comments:
Post a Comment