* Computer Servicing & training Center * High speed Internet Browsing & Cyber Cafe * Online Outsourcing Training & Per time Jobs * Wi Fi Internet Use Mobile & Laptop * Facebook,Email,Seo Training * Government Permission Certificate Computer Training * Online Jobs Application Apply * All School,College & University Application & Results
Showing posts with label Bkash Bonus New Apps Download. Show all posts
Showing posts with label Bkash Bonus New Apps Download. Show all posts
Wednesday, December 27, 2023
Tuesday, October 10, 2023
Sunday, July 11, 2021
Sunday, April 25, 2021
SSC 2021 ONLINE FORM FILLUP Pay Slip Download 2021 | ডাউনলোড SSC পে স্লি...
Tuesday, April 20, 2021
Friday, January 15, 2021
Monday, June 8, 2020
Sunday, June 7, 2020
SILICA GEL-" Throw Away" "Do not eat"
"SILICA Gel" বাজার থেকে নতুন কোন ব্যাগ,
ঔষধ বা ঔটার পট কিনে আনলে অনেক সময় ভেতরে এই সিলিকা জেল এর প্যাকেট টি
দেখতে পাওয়া যায়। প্যাকেটের গায়ে যদিও লিখা আছে " Throw Away" "Do not eat"
তাই বলে এটা ছুড়ে ফেলে দিবেন না। এর অনেক কাজ আছে। আবার ফেলে দিবেন না বলে
খেয়েও ফেলবেন না ভুলেও। তাহলে বলতে হবে DIE AT UR OWN RISK
আচ্ছা এবার আসল কথায় আসি.........
অলরেডি
বর্ষাকাল শুরু হয়ে গেছে। আর বর্ষা আসলেই আমাদের ল্যাপটপ এর সমস্যার মাত্রা
অনেক বেড়ে যায়। শুধু ল্যাপটপই না, কম বেশি অনেক ইলেকট্রনিক ডিভাইস এই নানা
সমস্যা দেখা দেয়। কারন ডিভাইস manufacturer company গুলো সবসময় আমাদের
দেশের আবহাওয়ার কথা মাথায় রেখে তাদের প্রোডাক্ট বানায় না। তাই এর থেকে
মুক্তির জন্য কিছু সাবধানতা অবলম্বন করা যেতে পারে।
বর্ষা
কালে আমরা আমাদের ল্যাপটপ/ DSLR caring ব্যাগ এ ২-৩ টা সিলিকা জেল এর
প্যাকেট রেখে দিতে পারি। কারন সিলিকা জেল moisture absorber হিসেবে দারুন
কাজ করে। যা আপনার ব্যাবহার এর ডিভাইসটি কে শুষ্ক রাখতে সহায়তা করে।
সবসময়
চেষ্টা করবেন ল্যাপটপটি শুষ্ক এবং moisture free এনভায়রনমেন্ট এ রাখার।
কারন moisture ল্যাপটপ এর কিবোর্ডে এক ধরনের আবরন তৈরি করে। বাতাসে ভেসে
থাকা ধুলা এবং floating ফাইবার ল্যাপটপ এর কিবোর্ড এবং ডিসপ্লে এর উপর জমাট
বাঁধতে থাকে। তাই যখনই ল্যাপটপ ওপেন করবেন একটা 2 inch রঙের ব্রাশ দিয়ে
ধূলা এবং floating fiber গুলো সরিয়ে ফেলবেন, এটা keyboard এবং display কে
fungus থেকে রক্ষা করবে। ল্যাপটপ এ কি বোর্ড প্রটেক্টর ব্যাবহার না করাই
ভালো। কারণ এটা keyboard কে dry হতে দেয় না এবং ল্যাপটপ ব্যবহারের পর heat
বের হবার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়ায়।
লেপটপে
এর display Shutter সবসময় মাঝখান থেকে টেনে তুলবেন। আমরা অনেকেই সবসময়ই
ভুল করে ডান কোনা থেকে টেনে তুলি। এটা লেপটপেৰ hinge কে দুর্বল করে ফেলে।
কারণ একটা hinge এই সবসময় pressure পড়তে থাকে। আপ্নার ল্যাপটপ টি যদি slim /
ultrabook হয়ে থাকে এবং এয়ার vent/ heat fin/ heat pipe যদি single হয়ে
থাকে, তবে ওই লেপটপে gaming করবেন না এতে লেপটপ এর hardware গুলো
ক্ষতিগ্রস্থ হয় এবং স্থায়িত্ব কমে যেতে থাকে। gaming করার জন্য প্রতিটি
ব্র্যান্ড এর আলাদা প্রোডাক্ট segment থাকে যা gaming centric design,
performance, thermal management কে গুরুত্ব দিয়েই ইঞ্জিনিয়ার গণ এবং
ডিজাইনার রা মিলে ডেভেলপ করে থাকেন। তাই gaming এর জন্ন্য ওই সকল segments
থেকে product বাছাই করা উচিৎ।
বজ্রপাত
এর সময়ে ল্যাপটপ এর প্লাগ সকেট থেকে খুলে রাখুন। বজ্রপাতের সময়ে ভোল্টেজ
এর fluctuation হয় এবং এক ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। যার ফলে আপনার
ডিভাইস এর যন্ত্রাংশ পুড়ে যেতে বা খতিগ্রস্থ হতে পারে।
লেপটপে
ভারী কাজ অথবা gaming এর সময়ে পাওয়ার ক্যাবল connected রাখা উচিৎ। কারণ ওই
মুহূর্তে CPU clock boost হতে থাকে, GPU এর বেশি energy প্রয়োজন হয়, সাথে
সাথে বাকি সব hardware এর power consumption বেড়ে যায়।
রেগুলার ব্যবহারের ক্ষেত্রে Battery দুই থেকে তিন মাস পর পর calibration করুন, এতে battery এর স্থায়িত্ব বাঢ়ে।
বাজারে
এখন ব্যাকপ্যাক এর জন্য রেইন কভার পাওয়া যায়। আপনার কেরিং ব্যাগটি যদি
ঔটার প্রুফ না হয়, সেক্ষেত্রে বৃষ্টির সময়ে রেইন কভার ব্যাবহার করা উচিৎ।
কোন
কারনে আপনার ডিভাইসটি পানিতে ভিজে গেলে তা চালু না করে সাথে সাথে
ব্যাটারি/ পাওয়ার খুলে ফেলুন। ডিভাইসটি ভাল করে রোদে শুকিয়ে নিন অথবা
হ্যান্ড ব্লওয়ার দিয়ে সম্পূর্ণভাবে শুকিয়ে তারপর চালু করুন।
All rights reserved © A2Z COMPUTER WORLD
প্রথম প্রকাশ: 24 September, 2016
Tuesday, March 3, 2020
Online Land R S Porchaa Download
জেনে নিন, কিভাবে মাত্র ১ মিনিটে অনলাইনে জমির খতিয়ান যাচাই করবেন-
আর,এস,
খতিয়ানঃ- বর্তমানে প্রায় সব ধরনের খতিয়ান অনলাইনে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে
জরিপ বিভাগের মাধ্যমে প্রস্তুতকৃত সর্বশেষ খতিয়ান হচ্ছে আর,এস, খতিয়ান যা
বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত, যেমন বি,এস, খতিয়ান; বি,আর,এস,
ইত্যাদি।
কিভাবে সার্চ করবেন?
আপনার কম্পিউটারে ইন্টারনেট চালু রেখে Google, Firefox বা অন্য যেকোন সার্চ ইঞ্জিন অন করে টাইপ করুন https://www.land.gov.bd/pages/ R-S-Khotian
এরপর keyboard থেকে Enter বাটন Press করুন। প্রথমে বিভাগ ঘর থেকে আপনার
বিভাগ বাছাই করুন। এরপর জেলা ঘরে ক্লিক করলে আপনার বিভাগের অধীন সকল জেলা
দেখতে পাবেন, আপনার জেলায় ক্লিক করুন। উপজেলার ঘরে ক্লিক করলে আপনার জেলার
সকল উপজেলার নাম দেখতে পাবেন, আপনার উপজেলার নামে ক্লিক করুন। এরপর মৌজা
ঘরে ক্লিক করলে আপনার উপজেলার যে সকল মৌজার খতিয়ান চুড়ান্ত হয়েছে, সে সকল
মৌজার নাম দেখতে পাবেন। আপনার জমিটি যে মৌজায় অবস্থিত সেই মৌজার নামে ক্লিক
করুন।
মোট চার ভাবে সার্চ করে আপনার জমির খতিয়ান যাচাই করতে পারবেন।
১। খতিয়ান নম্বর জানা থাকলে খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করে,
২। দাগ নম্বর জানা থাকলে দাগ নম্বর দিয়ে সার্চ করে, ৩। জমির মালিকের নাম জানা থাকলে জমির মালিকের নাম দিয়ে সার্চ করে এবং
৪।
জমি মালিকের পিতা বা স্বামীর নাম জানা থাকলে জমি মালিকের পিতা/স্বামীর নাম
দিয়ে সার্চ করে। এই চার মাধ্যমের প্রত্যেকটির বাম পার্শ্বে একটি ছোট গোল
ঘর বা বৃত্ত রয়েছে। উপরের চার পদ্ধতির যে পদ্ধতিতে আপনি সার্চ করতে চান, তা
বাম পার্শ্বের গোল ঘরে মাউস দিয়ে ক্লিক করুন। এরপর উপরের চার পদ্ধতির
মধ্যে আপনি যে পদ্ধতিতে ক্লিক করেছেন তার ঠিক নিচে একটি ছোট বক্সটি আসবে,
বক্সটি পূরণ করুন। অর্থাৎ খতিয়ান নম্বর সিলেক্ট করে থাকলে খতিয়ান নম্বরটি
বক্সে লিখুন, দাগ নম্বর সিলেক্ট করে থাকলে দাগ নম্বরটি বক্সে লিখুন,
মালিকের নাম সিলেক্ট করে থাকলে মালিকের নাম বক্সে লিখুন, মালিকের
পিতা/স্বামীর নাম সিলেক্ট করে থাকলে পিতা/স্বামীর নাম বক্সে লিখুন। এরপর
নিচে দুটি সংখ্যা যোগ করতে বলা হবে। সংখ্যা দুটি যোগ করে যোগফল নিচের বক্সে
লিখুন। সর্বশেষ 'খুজুন' অপশনে ক্লিক করুন। এভাবে আপনি আপনার পছন্দের
খতিয়ান দেখতে বা যাচাই করতে পারবেন।
সি,এস, খতিয়ান ও এস,এ, খতিয়ান অনলাইনে যাচাই পদ্ধতিসহ জমি-জমা সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন- https://landregistrationbd. com/ এই ওয়েবসাইট। আর কি ভাবে পর্চা তুলবেন ভিডিও টি দেখুন 👉এখানে ক্লিক করুন
Wednesday, February 26, 2020
How To Save Your Gmail Account With Youtube Tips Bangla
একটি মনিটাইজ চ্যানেল একটি স্বপ্ন-
একটি ইউটিউব চ্যানেল শত রাত জাগা পরিশ্রমের ফসল-
আপনার চ্যানেল যদি নিরাপদে থাকে তাহলে আপনার স্বপ্নেটিও
নিরাপদে থাকবে। চ্যানেল নিরাপদ রাখার জন্য আমাদের প্রত্যেককেই যা খেয়াল রাখা প্রয়োজন।
১. পাসওয়ার্ডঃ
অনেকেই জিমেইল এর খুব নরমাল পাসওয়ার্ড ব্যবহার করে থাকে ৷ এমন কি নামের সাথে নাম্বার যুক্ত করে দিয়ে রাখে।
শক্ত পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড এর ধরন গুলো এই টাইপ হতে পারে- - *&%@*%#*J%2@%., "3124
২. Two step verification :
চ্যানেল
/ মেইল / ফেইসবুক হ্যাকারের হাত থেকে রক্ষার কার্যকরী সিকিউরিটি হল Two
step verification চালু রাখা। এইটা চালু রাখলে হ্যাকিংয়ের হাত থেকে বাচার
সম্ভাবনা অনেক বেশি।
Note :
যে নাম্বার ব্যবহার করা হবে, তা সিকরেট হলে ভালো হয়। ও নরমাল বাটন ফোনে
থাকলে আরো ভালো হয়। কারন অনেক সময় ডিভাইস হ্যাক হয়ে যায়, তখন SMS এর একসেস ও
পেয়ে যায়।
৩. অফিসিয়াল এপ্পস / সফটওয়্যার ব্যবহারঃ
অধিকাংশ
ডিভাইস হ্যাক হওয়ার পিছনের অন্যতম কারণ হল আনঅফিশিয়াল এপ্পস / সফটওয়্যার
ব্যবহার করা। কারন অনেক এন্ডয়েড ব্যবহারকারীরা প্লেস্টোর ছাড়াও অনেক এপ্পস
ব্যবহার করে, যা তাদের অজান্তেই তাদের ফোনের একসেস নিয়ে নিচ্ছে।
পিসি
ইউজারদের বেশিরভাগ মানুষ ই ক্রাক / মুডিফাইড সফটওয়্যার ব্যবহার করে থাকে।
এতে ভাইরাস / হ্যাকিং টুলস ও ক্ষতিকর এপ্লিকেশন নিজের অজান্তেই পিসিতে
হিডেন ভাবে ইনস্টল হয়ে যাচ্ছে। আর এভাবেই অনেক ব্যাক্তিগত তথ্য / তথা
হ্যাকিংয়ের শিকার হচ্ছে।
৪. ইন্টারনেট সিকিউরিটিঃ
বর্তমান
সময়ে সবাই ইন্টারনেট এর সাথে সংযুক্ত। অনেক ওয়েব সাইট ব্রাউজ করতে হয়।
এদের অনেক সাইট পপ এডস এর মাধ্যমে ম্যালওয়্যার ছড়িয়ে থাকে। যা পরবর্তিতে
আমাদের ডিভাইসে প্রবেশ করে অনেক তথ্য হাতিয়ে নেয়। তাই আমাদের ভালো
এন্টিভাইরাস ব্যবহার করা উচিৎ।
ফ্রি এন্টিভাইরাস কখনোই ব্যবহার করবেন না প্রয়োজনে উইন্ডোজ ডিফল্টার ব্যবহার করেন।
৫. স্পাম মেইলঃ
অনেকেই
তাদের যে মেইল দিয়ে চ্যানেল খোলা ওই মেইল কন্টাক ইনফো / এবাউটে দিয়ে রাখে।
তার পর হ্যাকাররা কৌশলে স্পামিং মেইল পাঠিয়ে অনেক তথ্য চায়, অনেকেই ইউটিউব
এর মেইল ভেবে তথ্য দিয়ে বসে। এতেই চ্যানেল হাকিং এর শিকার হয়।
৬. লোভনীয় স্পনসরঃ
অনেকেই লোভনীয় স্পন্সরে পরে তারা তাদের চ্যানেল এর তথ্য দিয়ে থাকে, যা চ্যানেল হ্যাকিং এর আরেক টি কারন।
* আপনার চ্যানেল টি ব্রান্ড একাউন্টে ট্রান্সফার করা।
* রিকভারি ইমেইল টি সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রনে রাখা।
* নিয়মিত ইমেইল নোটিফিকেশন চেক করা।
* ব্রাউজার থেকে নিয়মিত কুকিস রিমুভ করা।
* ক্রাক ফাইল ব্যবহারে সাবধানতা অবলম্বন।
* ব্রাউজার হিস্টোরিতে জিমেইল এক্সেস এবং পাসওয়ার্ড সেভ না রাখা।
*
ডিভাইসকে হ্যাকিং থেকে সুরক্ষার জন্য Two step verification যে মোবাইল
নাম্বার দিয়ে করা তা এমন একটি মোবাইলে ব্যবহার করেন যাতে কখনো ইন্টারনেট
কানেকশন দেয়া হয় না। অর্থাৎ একই মোবাইল দিয়ে চ্যানেল লগইন এবং
ভেরিফিকেশন কোড আনা থেকে বিরত থাকা।
অনুমান করা যাচ্ছে বেশির ভাগ ক্ষেত্রে চ্যানেল হ্যাক হচ্ছে ডিভাইস হ্যাক এর মাধ্যমে।
(ইউটিউব
চ্যানেল সুরক্ষার বিষয়ে আমি আমার সামান্য অভিজ্ঞতা টুকু আপনাদের মাঝে
শেয়ার করলাম। আপনাদের কারো কাছে যদি মনে হয় আরো কিছু ইনফরমেশন সংযুক্ত
করতে হবে তাহলে কমেন্টে উল্লেখ করবেন)
Thursday, January 23, 2020
Bangladesh ePassport Portal Online Portal started
Welcome to the Bangladesh ePassport Portal Online Portal
আপনাকে ePassport Online Portal স্বাগতম নতুন করে ePassport আবেদনের জন্য এখানে ক্লিক করুন
Welcome to the ePassport Online Portal Click here to renew your ePassport application
Passport Fees and Payment Options
Online Payment
The passport fees for ePassport can be paid directly online when the passport application is submitted through the ePassport Online Portal.Online Payment is offered via Sonali Payment Gateway and the available online payment methods are:
- Credit /Debit Cards: MasterCard, Visa, Q-Cash
- Mobile Banking: B-Kash, DBBL Nexus
PLEASE NOTE: For the online payment to work you need to disable any pop-up blockers in your browser.
Bank Payment
The passport fee can also be paid at one of the following banks in Bangladesh:ONE Bank, Premier Bank, Sonali Bank, Trust Bank, Bank Asia, Dhaka Bank.
The following passport fees apply:
Passport with 48 pages and 5 years validity
- Regular delivery within 21 days: TK 4,025
- Express delivery within 10 days: TK 6,325
- Super Express delivery within 2 days: TK 8,625
Passport with 48 pages and 10 years validity
- Regular delivery within 21 days: TK 5,750
- Express delivery within 10 days: TK 8,050
- Super Express delivery within 2 days: TK 10,350
Passport with 64 pages and 5 years validity
- Regular delivery within 21 days: TK 6,325
- Express delivery within 10 days: TK 8,625
- Super Express delivery within 2 days: TK 12,075
Passport with 64 pages and 10 years validity
- Regular delivery within 21 days: TK 8,050
- Express delivery within 10 days: TK 10,350
- Super Express delivery within 2 days: TK 13,800
Friday, January 10, 2020
ICT Exams Question and Answers
উচ্চ মাধ্যমিক এর ICT বই থেকে উল্টে পাল্টে ২৬০ টি গুরুত্বপূর্ন প্রশ্ন ও উত্তর।
১) তথ্যের ক্ষুদ্রতম একক – ডেটা
২) ডেটা শব্দের অর্থ – ফ্যাক্ট
৩) বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই – ইনফরমেশন
৪) তথ্য=উপাত্ত+প্রেক্ষিত+অর্থ
৫) তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত – তথ্য প্রযুক্তি
৬) ICT in Education Program প্রকাশ করে – UNESCO
৭) কম্পিউটারের ভেতর আছে – অসংখ্য বর্তনী
৮) তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে – কম্পিউটার
৯) কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে – ৪টি
১০) মনো এফএম ব্যান্ড চালু হয় – ১৯৪৬ সালে
১১) স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় – ১৯৬০ সালে
১২) সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি 88.5-108.0 Hz
১৩) Radio Communication System এ ব্রডকাস্টিং – ৩ ধরণের
১৪) PAL এর পূর্ণরূপ – Phase Alternation by Line
১৫) দেশে বেসরকারি চ্যানেল -৪১টি
১৬) পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট
১৭) ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে (১৯৬৯)
১৮) ARPANET চালু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ
১৯) ইন্টারনেট শব্দটি চালু হয় – ১৯৮২ সালে
২০) ARPANETএ TCP/IP চালু হয় – ১৯৮৩ সালে
২১) NSFNET প্রতিষ্ঠিত হয় – ১৯৮৬ সালে
২২) ARPANET বন্ধ হয় – ১৯৯০ সালে
২৩) সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় – ১৯৮৯ সালে
২৪) ISOC প্রতিষ্ঠিত হয় – ১৯৯২ সালে
২৫) বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৫কোটি ২২লাখ (৩২%)
২৬) ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায় ১৯৬৯-১৯৮৩
২৭) টিভি – একমূখী যোগাযোগ ব্যবস্থা
২৮) “Global Village” ও “The Medium is the Message” এর উদ্ভাবক – মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০)
২৯) The Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয় – ১৯৬২ সালে
৩০) Understanding Media প্রকাশিত হয় – ১৯৬৪ সালে
৩১) বিশ্বগ্রামের মূলভিত্তি – নিরাপদ তথ্য আদান প্রদান
৩২) বিশ্বগ্রামের মেরুদণ্ড – কানেকটিভিটি
৩৩) কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তগ্রহণমূলক কাজ করা যায়
৩৪) বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার – ওয়েবসাইট
৩৫) EHRএর পূর্ণরুপ – Electronic Heath Records
৩৬) অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বলে – অফিস অটোমেশন
৩৭) IT+Entertainment = Xbox
৩৮) IT+Telecommunication = iPod
৩৯) IT+Consumer Electronics= Vaio
৪০) কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে – ৫ম প্রজন্মের কম্পিউটারে
৪১। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা হয় – প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
৪২।রোবটের উপাদান- Power System, Actuator, Sensor, Manipulation
৪৩।PCB এর পূর্ণরূপ – Printed Circuit Board
৪৪।খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে ত্বকের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতো – মিশরীয়রা
৪৫।নেপোলিয়নের চিকিৎসক ছিলেন – ডমিনিক জ্যা ল্যারি
৪৬।মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ – স্পুটনিক-১
৪৭।চাঁদে প্রথম মানুষ পৌঁছে – ২০জুলাই, ১৯৬৯ সালে
৪৮।MRP এর পূর্ণরুপ – Manufacturing Resource Planning
৪৯।UAV উড়তে সক্ষম ১০০ কি.মি. পর্যন্ত
৫০।GPS এর পূর্ণরুপ – Global Positioning System
৫১।ব্যক্তি সনাক্তকরণে ব্যবহৃত হয় – বায়োমেট্রিক পদ্ধতি
৫২।হ্যান্ড জিওমেট্রি রিডার পরিমাপ করতে পারে – ৩১০০০+ পয়েন্ট
৫৩।আইরিস সনাক্তকরণ পদ্ধতিতে সময় লাগে – ১০-১৫ সেকেন্ড
৫৪।Bioinformatics শব্দটি প্রথম ব্যবহার করেন – Paulien Hogeweg
৫৫।Bioinformatics এর জনক – Margaret Oakley Dayhaff
৫৬।এক সেট পূর্নাঙ্গ জীনকে বলা হয় – জিনোম
৫৭।Genetic Engineering শব্দটি প্রথম ব্যবহার করেন – Jack Williamson l
৫৮। রিকম্বিনান্ট ডিএনএ তৈরি করেন – Paul Berg(1972)
৫৯।বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণি- ইঁদুর(1974)
৬০।বিশ্বের প্রথম Genetic Engineering Company – Genetech(1976)
৬১।GMO এর পূর্ণরুপ – Genetically Modified Organism
৬২।পারমানবিক বা আনবিক মাত্রার কার্যক্ষম কৌশল – ন্যানোটেকনোলজি
৬৩।অনুর গঠন দেখা যায় – স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে
৬৪।Computer Ethics Institute এর নির্দেশনা – ১০টি
৬৫।ব্রেইল ছাড়া অন্ধদের পড়ার পদ্ধতি – Screen Magnification / Screen Reading Software
৬৬।যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান – ৫টি
৬৭।ট্রান্সমিশন স্পিডকে বলা হয় – Bandwidth
৬৮।Bandwidth মাপা হয় – bps এ
৬৯।ন্যারো ব্যান্ডের গতি 45-300 bps
৭০।ভয়েস ব্যান্ডের গতি 9600 bps
৭১।ব্রডব্যান্ডের গতি- 1 Mbps
৭২।ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন- এসিনক্রোনাস
৭৩।সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ব্লকে ক্যারেক্টার ৮০-১৩২টি
৭৪।ডাটা ট্রান্সমিশন মোড- ৩ প্রকার
৭৫।একদিকে ডাটা প্রেরণ- সিমপ্লেক্স মোড
৭৬।উভয় দিকে ডাটা প্রেরণ, তবে এক সাথে নয়- হাফ ডুপ্লেক্স মোড
৭৭।একই সাথে উভয় দিকে ডাটা প্রেরণ – ফুল ডুপ্লেক্স মোড
৭৮।ক্যাবল তৈরি হয়- পরাবৈদ্যুতিক(Dielectric) পদার্থ দ্বারা
৭৯।Co-axial Cable এ গতি 200 Mbps পর্যন্ত
৮০।Twisted Pair Cable এ তার থাকে- 4 জোড়া
৮১।Fiber Optic- Light signal ট্রান্সমিট করে
৮২।মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz
৮৩।কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে- ১৯৫০ এর দশকে
৮৪।Geosynchronous Satellite স্থাপিত হয়- ১৯৬০ এর দশকে
৮৫।কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০০ কি.মি. উর্ধ্বে
৮৬।Bluetooth এর রেঞ্জ 10 -100 Meter
৮৭।Wi-fi এর পূর্ণরুপ- Wireless Fidelity
৮৮।Wi-fi এর গতি- 54 Mbps
৮৯।WiMax শব্দটি চালু হয়- ২০০১ সালে
৯০।WiMax এর পূর্ণরুপ- Worlwide Interoperabilty for Microwave Access
৯১।৪র্থ প্রজন্মের প্রযুক্তি- WiMax
৯২।WiMax এর গতি- 75 Mbps
৯৩।FDMA = Frequency Division Multiple Access
৯৪।CDMA = Code Division Multiple Access
৯৫।মোবাইলের মূল অংশ- ৩টি
৯৬।SIM = Subscriber Identity Module
৯৭।GSM = Global System for Mobile Communication
৯৮।GSM প্রথম নামকরণ করা হয়- ১৯৮২ সালে
৯৯।GSM এর চ্যানেল- ১২৪টি (প্রতিটি 200 KHz)
১০০।GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি- 4 ধরনের
১০১.GSM ব্যবহৃত হয় ২১৮টি দেশে
১০২.GSM 3G এর জন্য প্রযোজ্য
১০৩.GSM এ বিদ্যুৎ খরচ গড়ে ২ওয়াট
১০৪.CDMA আবিষ্কার করে Qualcom(১৯৯৫)
১০৫.রেডিও ওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 10 KHz-1GHz
১০৬.রেডিও ওয়েভের গতি 24Kbps
১০৭.CDMA 3G তে পা রাখে ১৯৯৯ সালে
১০৮.CDMA ডাটা প্রদান করে স্প্রেড স্পেকট্রামে
১০৯.1G AMPS চালু করা হয় ১৯৮৩ সালে উত্তর আমেরিকায়
১১০.সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয় 2G তে
১১১.MMS ও SMS চালু হয় 2G তে
১১২.3G চালু হয় ১৯৯২ সালে
১১৩.3G এর ব্যান্ডউইথ 2MHz
১১৪.3G Mobile প্রথম ব্যবহার করে জাপানের NTT Docomo (২০০১)
১১৫.4G এর প্রধান বৈশিষ্ট্য IP ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার
১১৬.4G এর গতি 3G এর চেয়ে ৫০ গুণ বেশি
১১৭.4G এর প্রকৃত ব্যান্ডউইথ 10Mbps
১১৮.টার্মিনাল দুই ধরনের
১১৯.ভৌগলিকভাবে কম্পিউটার নেটওয়ার্ক- ৪ ধরনের
১২০.PAN সীমাবদ্ধ ১০ মিটারের মধ্যে
১২১.PAN এর ধারণা দেন থমাস জিমারম্যান
১২২.LAN সীমাবদ্ধ ১০ কিলোমিটারের মধ্যে
১২৩.LAN এ ব্যবহৃত হয় Co-axial Cable
১২৪.কেবল টিভি নেটওয়ার্ক- MAN
১২৫.NIC=Network Interface Card
১২৬.NIC কার্ডের কোডে বিট সংখ্যা-48
১২৭.মডেম দুই ধরনের
১২৮.Hub হল দুইয়ের অধিক পোর্টযুক্ত রিপিটার
১২৯.স্বনামধন্য রাউটার কোম্পানি- Cisco
১৩০.ব্রিজ প্রধানত ৩ প্রকার
১৩১.নেটওয়ার্কে PC যে বিন্দুতে যুক্ত থাকে, তাকে নোড বলে।
১৩২.Office Management-এ ব্যবহৃত হয়- Tree Topology
১৩৩.বানিজ্যিকভাবে Cloud Computing শুরু করে- আমাজন (২০০৬)
১৩৪.Cloud Computing এর বৈশিষ্ট্য- ৩টি
১৩৫.সংখ্যা পদ্ধতিরর প্রতীক- অংক
১৩৬.সংখ্যা পদ্ধতি দুই ধরণের
১৩৭.Positional সংখ্যা পদ্ধতিরর জন্য প্রয়োজন- 3টি ডাটা
১৩৮.সংখ্যাকে পূর্ণাংশ ও ভগ্নাংশে ভাগ করা হয় Radix Point দিয়ে
১৩৯.Bit এর পূর্ণরুপ- Binary Digit
১৪০.Digital Computerএর মৌলিক একক- Bit
১৪১.সরলতম গণনা পদ্ধতি- বাইনারী পদ্ধতি
১৪২. “O” এর লজিক লেভেল : 0 Volt থেকে +0.8 Volt পর্যন্ত
১৪৩. “1” এর লজিক লেভেল : +2 Volt থেকে +5 Volt পর্যন্ত
১৪৪.Digital Device কাজ করে- Binary মোডে
১৪৫.n বিটের মান 2^n টি
১৪৬.BCD Code = Binary Coded Decimal Code
১৪৭.ASCII=American Standard Code for Information Interchange
১৪৮.ASCII উদ্ভাবন করেন- রবার্ট বিমার (১৯৬৫)
১৪৯.ASCII কোডে বিট সংখ্যা- ৭টি
১৫০.EBCDIC=Extended Binary Coded Decimal Information Code
১৫১.Unicode উদ্ভাবন করে Apple and Xerox Corporation (1991)
১৫২.Unicode বিট সংখ্যা- 2 Byte
১৫৩.Unicode এর ১ম 256 টি কোড ASCII কোডের অনুরুপ
১৫৪.Unicode এর চিহ্নিত চিহ্ন- ৬৫,৫৩৬টি (2^10)
১৫৫.ASCII এর বিট সংখ্যা- 1 Byte
১৫৬.বুলিয়ান এলজেবরার প্রবর্তক- জর্জ বুলি (১৮৪৭)
১৫৭.বুলিয়ান যোগকে বলে- Logical Addition
১৫৮.Dual Principle মেনে চলে- “and” ও “OR”
১৫৯.এক বা একাধিক চলক থাকে Logic Function এ
১৬০.Logic Function এ চলকের বিভিন্ন মান- Input
১৬১.Logic Function এর মান বা ফলাফল- Output
১৬২.বুলিয়ান উপপাদ্য প্রমাণ করা যায়- ট্রুথটেবিল দিয়ে
১৬৩.Digital Electronic Circuit হলো- Logic Gate
১৬৪.মৌলিক Logic Gate – ৩টি (OR, AND, NOT)
১৬৫.সার্বজনীন গেইট- ২টি (NAND,NOR)
১৬৬.বিশেষ গেইট- X-OR,X-NOR
১৬৭.Encoder এ 2^nটি ইনপুট থেকে n টি আউটপুট হয়
১৬৮.Decoder এ nটি ইনপুট থেকে 2^nটি আউটপুট দেয়
১৬৯.Half Adder এ Sum ও Carry থাকে
১৭০.Full Adder এ ১টি Sum ও ২টি Carry থাকে
১৭১.একগুচ্ছ ফ্লিপ-ফ্লপ হলো- রেজিস্ট্রার
১৭২.Input pulse গুনতে পারে- Counter
১৭৩.Web page তৈরি করা হয়- HTML দ্বারা
১৭৪.ছবির ফাইল-. jpg/.jpeg/.bmp
১৭৫.ভিডিও ফাইল-.mov/.mpeg/mp4
১৭৬.অডিও ফাইল- mp3
১৭৭.ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করতে ব্যবহৃত হয়-.css
১৭৮.বর্তমানে চালু আছে- IPV4
১৭৯.IPV4 প্রকাশে প্রয়োজন- 32bit
১৮০.IP address এর Alphanumeric address- DNS
১৮১.সারাবিশ্বের ডোমেইন নেইম নিয়ন্ত্রণ করে- InterNIC
১৮২.জেনেরিক টাইপ ডোমেইন- টপ লেভেল ডোমেইন
১৮৩.http = hyper text transfer protocol
১৮৪.URL = Uniform Resource Locator
১৮৫.HTML আবিষ্কার করেন- টিম বার্নার লী(১৯৯০)
১৮৬.HTML তৈরি করে W3C
১৮৭.ওয়েব ডিজাইনের মূল কাজ- টেমপ্লেট তৈরি করা
১৮৮.প্রোগ্রামিংয়ের ভাষা- ৫স্তর বিশিষ্ট
১৮৯.Machine Language(1G)-1945
১৯০.Assembly Language(2G)-1950
১৯১.High Level Language(3G)-1960
১৯২.Very High Level Language(4G)-1970
১৯৩.Natural Language(5G)-1980
১৯৪.লো লেভেল vaSha-1G,2G
১৯৫.বিভিন্ন সাংকেতিক এড্রেস থাকে- লেভেলে
১৯৬.C Language তৈরি করেন- ডেনিস রিচি(১৯৭০)
১৯৭.C++ তৈরি করেন- Bijarne Stroustrup(১৯৮০)
১৯৮.Visual Basic শেষবার প্রকাশিত হয়- ১৯৯৮ সালে
১৯৯.Java ডিজাইন করে- Sun Micro System
২০০.ALGOL এর উদ্ভাবন ঘটে- ১৯৫৮ সালে
২০১.Fortran তৈরি করেন- জন বাকাস(১৯৫০)
২০২.Python তৈরি করেন- গুইডো ভ্যান রোসাম(১৯৯১)
২০৩.4G এর ভাষা- Intellect,SQL
২০৪.Pseudo Code- ছদ্ম কোড
২০৫.Visual Programming- Event Driven
২০৬.C Language এসেছে BCPL থেকে
২০৭.Turbo C তৈরি করে- Borland Company
২০৮.C ভাষার দরকারী Header ফাইল- stdio.h
২০৯.C এর অত্যাবশ্যকীয় অংশ- main () Function
২১০.ANSI C ভাষা সমর্থন করে- 4 শ্রেণির ডাটা
২১১.ANCI C তে কী-ওয়ার্ড- 47 টি
২১২.ANSI C++ এ কী-ওয়ার্ড- 63 টি
২১৩.ডাটাবেজের ভিত্তি- ফিল্ড
২১৪.Database Modelএর ধারণা দেন- E.F.Codd (১৯৭০)
২১৫.সবচেয়ে জনপ্রিয় Query- Selec Query
২১৬.SQL = Structured Query Language
২১৭.SQL তৈরি করে- IBM(১৯৭৪)
২১৮.ERP = Enterprise Resource Planning
২১৯.বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়- ২১ মে, ২০০৬
২২০.MIS = Management Information System
২২১।ভুয়া মেইল জমার স্থান- Spam
২২২।CD= Compact Disk
২২৩।MS Excel হলো Spreadsheet Software
২২৪।বাংলাদেশে ইন্টারনেট চালু হয়- ১৯৯৬ সালে
২২৫।বিশ্বের প্রথম কম্পিউটার- ENIAC
২২৬।ল্যাপটপ প্রথম বাজারে আসে-১৯৮১ সালে
২২৭।ROM=Read Only Memory
২২৮।বর্তমান প্রজন্ম- 4G
২২৯।টুইটারের জনক- জ্যাক ডরসি
২৩০। MODEM এ আছে – Modulator + Demodulator
২৩১।UNIX হলো Operating System
২৩২।CPU= Central Processing Unit
২৩৩।IC দিয়ে তৈরি প্রথম কম্পিউটার- IBM360
২৩৪।ডিজিটাল কম্পিউটারের সূক্ষতা ১০০%
২৩৫।১ম প্রোগ্রামার- লেডি অগাস্টা
২৩৬।১ম প্রোগ্রামিং ভাষা-ADA
২৩৭।কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় তথ্য- গিবারিশ
২৩৮।কম্পিউটার ভাইরাস আসে-১৯৫০ সালে
২৪০।কম্পিউটার ভাইরাস নাম দেন-ফ্রেড কোহেন
২৪১। Mother of All Virus-CIH
২৪২।VIRUS=Vital Information Resources Under Seize
২৪৩।প্রোগ্রাম রচনার সবচেয়ে কঠিন ভাষা-মেশিন ভাষা
২৪৪।NORTON-একটি এন্টিভাইরাস
২৪৫।মুরাতা বয়-জাপানি রোবট
২৪৬। 1nm=10^(-9) m
২৪৭।স্বর্ণের পরমাণুর আকার- 0.3nm
২৪৮।আইসোক্রোনাস ট্রান্সমিশনে সময় লাগে শূন্য সেকেন্ড
২৪৯।অপটিক্যাল ফাইবারের কোর ডায়ামিটার- ৮-১০ মাইক্রন
২৫০।১ম Wireless ব্যবহার করেন-Guglielimo Marconi(1901)
২৫১। ASCII-7 কোডের প্রথম 3bitকে জোন এবং শেষ 4bitকে সংখ্যাসূচক বলে
২৫২।ASCII সারণি মতে,
0-3 & 127 = Control Character
32-64 = Special Character
65-96 = Capital Letters & Some Signs
97-127 = Small Letters & Some Signs
২৫৩। EBCDIC কোডে-
0-9 = 1111
A-Z = 1100,1101,1110
Special Signs = 0100,0101,0110,0111
২৫৪। EBCDIC কোডে ২৫৬টি বর্ণ,চিহ্ন ও সংখ্যা আছে
২৫৫। EBCDIC কোড ব্যবহৃত হয়- IBM Mainframe Computer ও Mini Computer- এ।
২৫৬। Unicode উন্নত করে-Unicode Consortium
২৫৭।
ফাইবার অপটিক ক্যাবল তৈরিতে ব্যবহৃত অন্তরক পদার্থ- সিলিকন ডাই অক্সাইড ও
Muli Component Glass (Soda Boro Silicet, NaOH Silicet etc.)
২৫৮।Real Time Application এর Data Transfer এ বেশি ব্যবহৃত হয় Isochronous
২৫৯।Radio Wave এর Data Transmission Speed – 24 Kbps
২৬০।Wifi এর দ্রুততম সংস্করণ-IE
EE 802.11G (Speed-54 Mbps)
শুভ কামনায়।
Sunday, November 10, 2019
Babri Masjid History 1528-2019
ভারতের শহীদ বাবরি মসজিদ মামলার বৃত্তান্ত (১৫২৮-২০১৯)
১৫২৮:
মুঘল সম্রাট বাবরের সেনাপ্রধান মীর বাকী বাবরের নামানুসারে বাবরি মসজিদ নির্মাণ করেন।
১৮৮৫ :
মহন্ত
রঘুবীর দাস এক কট্টর হিন্দু বাবরি মসজিদের বাইরে একটি অস্থায়ী মন্দির
তৈরির দাবি জানান। ফৈজাবাদ কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।
১৯৪৯:
বিতর্কিত কাঠামোর বাইরে কেন্দ্রীয় ডোমের নীচে রামলালার মূর্তি স্থাপন করা হয়।
১৯৫০:
জনৈক গোপাল সিমলা বিশারদ রাম লালার মূর্তি পূজার জন্য জানিয়ে ফৈজাবাদ জেলা কোর্টে আবেদন জানায়।
১৯৫৯:
এলাকার অধিকার দাবি করে নির্মোহী আখড়া মামলা করে।
১৯৬১:
উত্তরপ্রদেশের সুন্নী ওয়াকফ বোর্ডও এলাকার অধিকার জানিয়ে পাল্টা আবেদন করে।
১৯৮৬ (১ অক্টোবর):
স্থানীয় আদালত সরকারকে এক নির্দেশে হিন্দুদের পূজা করার অনুমতি দিয়ে রামলালা যেখানে রয়েছে তার গেট খুলে দিতে বলে।
১৯৮৯:
ভগবান শ্রী রামলীলা বিরাজমানের পক্ষে তার সখা এলাহাবাদ হাইকোর্টের সাবেক বিচারপতি দেওকী নন্দন আগরওয়াল আদালতে মামলা করে।
১৯৯০(২৫ সেপ্টেম্বর):
অযোধ্যায় রামমন্দির নির্মানের লক্ষ্যে হিন্দুত্ববাদী বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী গুজরাটের সোমনাথ থেকে দেশব্যাপী রথযাত্রা শুরু করে।
১৯৯২ (৬ ডিসেম্বর):
কট্টর
হিন্দুত্ববাদী বিজেপি নেতারা ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বাবরি
মসজিদ ক্ষতিগ্রস্ত হবে না এই প্রতিশ্রুতি দিয়ে মসজিদ সংলগ্ন এলাকায় একটি
রাজনৈতিক সমাবেশ করে। যেখানে পরিকল্পিতভাবে কট্টর হিন্দুত্ববাদী ও মুসলিম
বিদ্ধেষী ১৫০,০০০ জনের সম্মিলিত একটি দল মসজিদটি সম্পূর্ণরূপে ভূমিসাৎ করে
শহীদ করে।
১৯৯৪ (২৪ অক্টোবর):
সুপ্রিম কোর্ট ইসলাম ফারুকির মামলার রায়ে জানায় , মসজিদ মুসলমানদের অবিচ্ছেদ্য অংশ নয়।
২০০২(এপ্রিল):
এলাহাবাদ হাইকোর্টে বিতর্কিত স্থানের মালিকানা সংক্রান্ত মামলার শুনানী শুরু করে।
২০১০ (৩০ সেপ্টেম্ব):
এলাহাবাদ
হাইকোর্ট ২:১ সংখ্যাধিক্যের রায়ে বিতর্কিত জমিকে সুন্নী ওয়াকফ বোর্ড,
নির্মোহী আখড়া এবং রামলালার মধ্যে তিনভাবে ভাগ করার নির্দেশ দেয়।
২০১১ (৯ মে):
সুপ্রিম কোর্ট অযোধ্যার ভূ’মি বিবাদ নিয়ে এলাহাবাদ হাইকের্টের রায়ে স্থগিতাদেশ দেয়।
২০১৭ (২১ মার্চ):
সুপ্রিম কোর্টেও তৎকালীন প্রধান বিচারপতি জে এস খেহার সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে কোর্টের বাইরে সমাধান খোঁজার কথা বলেন।
২০১৭ (১ ডিসেম্বর):
২০১০ সালের এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ৩২ জন সিভিল রাইটস অ্যক্টিভিস্ট মামলা করে।
২০১৯ (৮ জানুয়ারি):
সুপ্রিম
কোট অযোধ্যার বিতর্কিত ভূমি বিবাদ মামলার শুনানীর জন্য প্রধান বিচারপতি
রঞ্জন গগৈ, শরদ অরবিন্দ বোরদে, এন ভি রমন, ইউ ইউ ললিত ও ধনঞ্জয় ওয়াই
চন্দ্রচূড়কে নিয়ে ৫ সদস্যের সংবিধান বেঞ্চ গঠন করে।
২০১৯ (২৫ জানৃুয়ারি):
বিচারপতি
ইউ ইউ ললিত এই মামলা থেকে সরে দাঁড়ানোয় সুপ্রিম কোর্ট সংবিধান বেঞ্জ
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, শরদ অরবিন্দ বোরদে, এস আব্দুল নাজির, অশোক ভ’ষন
ও ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে পুনর্গঠন করে।
২০১৯ (২৬ ফেব্রুয়ারি):
সুপ্রিম কোর্ট মধ্যস্থতার কথা জানায়। তিন সদস্যের মথ্যস্থতাকারী কমিটি তৈরি করে দেয়।
২০১৯ (৯ মে):
মধ্যস্থতাকারী কমিটি সুপ্রিম কোর্ট প্রাথমিক রিপোর্ট পেশ করে।
২০১৯ (১ আগষ্ট):
মধ্যস্থতাকারী কমিটি সিলকরা ঘামে আদালতে তাদের রিপোর্ট জমা দেয়।
২০১৯ (৬ আগষ্ট):
সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ ভূমি বিবাদ মামলার প্রতিদিন শুনানীর কথা ঘোষনা করে।
২০১৯ (১৬ অক্টোবর):
শুনানী শেষে ঘোষনা করে আদালত রায় সংরক্ষিত রাখে।
২০১৯ (৯ নভেম্বর):
চূড়ান্ত
রায় ঘোষণা করে। মুঘল সম্রাট বাবরের সেনাপ্রধান মীর বাকীর নির্মিত মুসলিম
ঐতিহ্যের সাক্ষরবাহী এ বাবরি মসজিদের জমিকে হিন্দুদের জমি বলে ঘোষনা করে।
Thursday, November 7, 2019
Bkash New Account Open System With Video Tutorial
বিকাশ এক্যাউন্ড খুলতে এখন আর আপনাকে কোন দোকানে যেতে হবে না আপনি ঘরে বসেই নিজের বিকাশ এক্যাউন্ট নিজেই খুলুন কি ভাবে খুলবেন জানেন না আমরা আপনকে সাহায্য করবো
বিকাশ এক্যাউন্ট খুলার সম্পুর্ন ভিডিওটি দেখতে 👉👉 এখানে ক্লিক করুন
Download Form Google Play Store
বোনাস বিকাশ এপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন 👉👉 https://bka.sh/RFgJOatf
নতুন বিকাশ অ্যাপ থেকে নিজের একাউন্ট খুলুন মিনিটেই, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দিয়ে। কোথাও যেতে হবে না!
আর অ্যাপ থেকে একাউন্ট খুলে প্রথম লগ ইনে পাবেন ১০০ টাকা ইনস্ট্যান্ট বোনাস! সাথে আছে আরো অ্যাপ অফার:
- প্রথম বার ২৫ টাকা রিচার্জে ৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস
- সেন্ড মানি ও পে বিল এ কোনো চার্জ নেই
- ক্যাশ আউট খরচ হাজারে মাত্র ১৫ টাকা
Friday, November 1, 2019
Cosmic Sex Bangla Movei
Cosmic Sex is an Art-House Bengali movie by Amitabh Chakraborty and Putul Mahmood. Kripa is running away from a night of sex and violence when he meets a woman ascetic Sadhana, who takes him on a journey of discovering the self through sexual practice. The film stars Rii Sen who won the best actress award at Osian's Cinefan Festival of Asian and Arab Cinema for her role.
Subscribe to:
Posts (Atom)