Friday, October 31, 2014

True Talk In Bangladesh


ভালো কিছু মাথায় না
আসলে আমি কি করুম ?
কতটা খারাপ হলে এমন
লেখা মাথায় আসে তা বুঝে নিবেন।
মেয়েদের যদি ভোগের
বস্তু মনে করেন তবে
আপনি হবেন সেরা খারাপ
মনের মানুষ। তবে
আসল কথা কি জানেন
এই জাতকে ভোগ না করলে
প্রেম তো দূরের কথা
কারো ঘরে বৌ থাকবেনা।
এই জাত দিয়ে মজা পায়
কিন্তু বলে নয়।
কৈশলে সব নিতে পারবেন
কিন্তু সৎ মনে কিছু
পাবে না।সব মেয়েই গোপনীয়তা বুঝে কিন্তু
আসল জায়গাতে কুকুরের
চেয়ে বাঝে মনের।
এরা এত নোংরা মনের
বলেই হয়ত এদের হেদায়েতের
জন্যে কোন নবী রাসুল
আসে নাই,মসজিদ ঘর
পবিত্র আছে মেয়ের
পরশ পায়নি বলে

Thursday, October 30, 2014

Good-to-Know



জেনে রাখা ভালো:- দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কিছু টিপসঃ
১. যাদের রাতে ঘুম হয় না তারা ঘুমুতে যাবার আগে চিনিসহ এক গ্লাস দুধ খান। এমনিতেই ঘুম পাবে।
২. তাজা ফুল অনেকেই পছন্দ করেন।
কিন্তু তা বেশিদিন ঘরে রাখা যায় না, নেতিয়ে যায়।
ফুল বেশিদিন তাজা রাখতে হলে ফুলদানির পানিতে একটু কর্পূর মিশিয়ে দিন।
ফূল অনেকদিন তাজা থাকবে।
৩. ঘরে বিভিন্ন ফলফলাদি থাকলে মাছির উৎপাত হয়।
মাছির উৎপাত এড়াতে চাইলে ঘরে একটি হালকা ভেজা দড়ি ঝুলিয়ে রাখু মাছি সব দড়িতে বসবে।
৪. বৃষ্টির দিনে পিপঁড়ার উৎপাত হলে ব্লিচিং পাউডার পানিতে মিশিয়ে ঘর মুছুন।
পিপঁড়ার উৎপাত কমে যাবে।
৫. সিল্ক এবং জরির কাজ করা শাড়ি, জামা, ওড়না ইত্যাদিতে সহজেই ছত্রাক পড়ে।
টিস্যু পেপার দিয়ে মুড়ে রাখুন, ছত্রাক পড়বে না।
৬. পেয়াজ কাটলে হাতে গন্ধ হয়।
তাই কাটার পর হাতে সরিষার তেল মেখে নিবেন। গন্ধ হবে না।
৭. পারলে প্রতিদিন একবার করে মুখে বরফ ঘষুন।
এটি ত্বকের জন্য ভালো।
৮. মুখে ব্রণ উঠলে বেশি বেশি পানি পান করুন ।
ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখী থাকুন। আপনার কোন সমস্যা হলে আমাদের মেসেজ করতে পারেন।
আমরা আপনাদের চিকিৎসা দিতে চেষ্টা করব।
লাইক না দিয়ে কেহ যাবেন না।
পোস্টটি আপনাদের উপকারে এলে এবং ভালো লাগলে আমাদের একটা লাইক দিয়েন ও শেয়ার করুন এবং কমেন্টে আমাদের একটা thnx অথবা ধন্যবাদ জানাইয়েন।
আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ ।

Wednesday, October 29, 2014

Find out some of the most widely used information technology in the full meaning of the word

জেনে নিন তথ্য প্রযুক্তির বহুল ব্যবহৃত কিছু শব্দের পূর্ণ অর্থ
► HTTP — Hyper Text Transfer Protocol.
► HTTPS — Hyper Text Transfer Protocol Secure.
► IP — Internet Protocol.
► URL — Uniform Resource Locator.
► USB — Universal Serial Bus.
► VIRUS — Vital Information Resource Under Seized.
► 3G — 3rd Generation.
► GSM — Global System for Mobile Communication.
► CDMA — Code Divison Multiple Access.
► UMTS — Universal Mobile Telecommunication
System.
► SIM — Subscriber Identity Module.
► AVI — Audio Video Interleave
► RTS — Real Time Streaming
► SIS — Symbian OS Installer File
► AMR — Adaptive Multi-Rate Codec
► JAD — Java Application Descriptor
► JAR — Java Archive
► 3GPP — 3rd Generation Partnership Project
► 3GP — 3rd Generation Project
► MP3 — MPEG player lll
► MP4 — MPEG-4 video file
► AAC — Advanced Audio Coding
► GIF — Graphic Interchangeable Format
► JPEG — Joint Photographic Expert Group
► BMP — Bitmap
► SWF — Shock Wave Flash
► WMV — Windows Media Video
► WMA — Windows Media Audio
► WAV — Waveform Audio
► PNG — Portable Network Graphics
► DOC — Document (Microsoft Corporation)
► PDF — Portable Document Format
► M3G — Mobile 3D Graphics
► M4A — MPEG-4 Audio File
► NTH — Nokia Theme(series 40)
► THM — Themes (Sony Ericsson)
► MMF — Synthetic Music Mobile Application File
► NRT — Nokia Ringtone
► XMF — Extensible Music File
► WBMP — Wireless Bitmap Image
► DVX — DivX Video
► HTML — Hyper Text Markup Language
► WML — Wireless Markup Language
► CD — Compact Disk.
► DVD — Digital Versatile Disk.
► CRT — Cathode Ray Tube.
► DAT — Digital Audio Tape.
► DOS — Disk Operating System.
► GUI — Graphical User Interface.
► ISP — Internet Service Provider.
► TCP — Transmission
Control Protocol.
► UPS — Uninterruptible Power Supply.
► HSDPA — High Speed Downlink Packet Access.
► EDGE — Enhanced Data Rate for GSM [Global System for Mobile Communication]
► VHF — Very High Frequency.
► UHF — Ultra High Frequency.
► GPRS — General Packet Radio Service.
► WAP — Wireless
Application Protocol.
► ARPANET — Advanced Research Project Agency Network.
► IBM — International Business Machines.
► HP — Hewlett Packard.
► AM/FM — Amplitude/ Frequency Modulation.
► WLAN — Wireless Local Area Network


Please like, comment or share it and give us feedback. Thanks for stay us.

3 Word I Love You-143



" I Love You " তিনটি মাত্র শব্দ। অনেকে খুব সহজেই বলে দিতে পারে আবার অনেকে সারাজীবন অপেক্ষা করেও বলতে পারে না। এই তিনটি শব্দের শক্তি এত বেশি যে; একজন মানুষকে নতুন করে বাঁচতে শেখায় আবার...খুব সহজেই মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এই তিনটি শব্দ বলা খুব সহজ; কিন্তু এটা রক্ষা করা যে কতটা কষ্টের, কতটা চেলেঞ্জের তা কেবল একজন প্রকৃত প্রেমিক- প্রেমিকা ই জানে। — feeling চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন মন? ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষন !

Love Histry Status



অনেক কিছুতো পেলাম এই ক্ষুদ্র জীবনে....! বুক ভরা ভালবাসা যেমন পেয়েছি-দু'চোখ ভরা ঘৃণাও... ভালবেসে কেউ যেমন সারা জীবন আগলে রাখতে চেয়েছিল আবার অনেকে প্রচন্ড অবিশ্বাসে ফিরিয়েও দিয়েছে...! কেউ কেউ যেমন তার জীবন থেকে বেশি ভালবেসেছিল-আমি ধরে রাখতে চাইনি। কাউকে আমি চেয়েছি-পাইনি....? এই রকম অম্ল-মধুর, টক-ঝাল-মিষ্টি অনেক কিছুই। ভাল'র চেয়ে ভাল বন্ধু যেমন পেয়েছি-খারাপ শত্রুও কম ঝুটেনি....! কিন্তু জীবনের এই পর্যায়ে এসে নিজেকে- ভারত পাকিস্তান সীমান্তের "নো-ম্যানস ল্যান্ডে" নিহত হওয়া কোন "পাসপোর্ট" বিহীন নাগরীক এর মতো মনে হচ্ছে..... এ বলে আমার...! ও বলে আমার....! আসলে মনে হয় আমি কারও না।

Tuesday, October 28, 2014

5 Love Tips



সম্পর্ক চিরকাল ধরে রাখতে সঙ্গীকে বলুন ৫টি কথা প্রতিদিন ভালোবাসা বিষয়টি অনেক সুন্দর। এই শব্দটির সাথে জড়িয়ে আছে অনেক মায়া, আশা-ভরসা, বিশ্বাস। জীবনে চলতে গিয়ে যখন কাউকে ভালোবেসে ফেলবেন চেষ্টা করুন তাকে ধরে রাখতে। কারণ সুন্দর একটি সম্পর্ক কিন্তু বারবার তৈরি হয়না। তাই যখন আপনার পছন্দের মানুষটির সাথে আপনার সব কিছুই মিলে যাবে, তখন তাকে আপনার ভালবাসায় এমন ভাবে আবদ্ধ করুন যেন সে চাইলেও আপনাকে ছেড়ে চলে যেতে না পারে। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে ও সবসময় সুখী থাকতে আপনি পালন করতে পারেন অল্প কিছু বিষয় যার জন্য আপনার দাম্পত্য জীবন অথবা প্রেমের সম্পর্ক টিকে থাকবে চিরকাল। তাকে “ভালবাসি” বলুন ভালবাসি কথাটি অনেক কিছুই বহন করে। এর ওজন অনেক বেশি, কিন্তু মুখে বলা খুব সহজ। ভালোবাসার মানুষটিকে প্রতিদিন বলুন যে আপনি তাকে ভালবাসেন। বারবার বলায় কোন লজ্জা নেই কিংবা কোন বারণ নেই। তাই বলুন যতবার ইচ্ছে ততবার। তোমার সাথে চিরকাল থাকতে চাই চিরকাল একসাথে থাকার জন্যই নিশ্চয়ই ভালবেসেছেন। সম্পর্ক কখনোই খুব সহজে তৈরি হয়না। একটি ভালো সুন্দর সম্পর্ক তৈরি করতে এবং তা টিকিয়ে রাখতেও লাগে অনেক ধৈর্য। তাই সবসময় পাশাপাশি থাকুন। তাকে আপনার উপর ভরসা করতে সহায়তা করুন, বলুন একসাথে পুরো জীবনটাই পার করে দিতে চান আর ছেড়ে যাবেন না কখনোই। তোমাকে দেখতে সুন্দর লাগছে একটি ভালবাসাময় সম্পর্কে কিছু প্রশংসা থাকা প্রয়োজন, যা সম্পর্ককে আরও বেশি মজবুত করে। কোথাও ঘুরতে যাচ্ছেন? সঙ্গীকে বলুন তোমাকে সুন্দর লাগছে কিংবা একসাথে শপিং করুন পরস্পরের পছন্দে। কী পরলে, কী করলে সঙ্গীকে আপনার চোখে সবচেয়ে সুন্দর দেখাবে তা নিয়ে নিজেরা কথা বলুন। তার মনের মত ভাবে নিজেকে উপস্থাপনও করুন। তোমাকে শ্রদ্ধা করি সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সম্মান। একে অপরকে সম্মান করলে সেখানে কোন সমস্যা হবে না কখনোই। তাকে বলুন আমি তোমাকে বিশ্বাস করি, শ্রদ্ধা করি। এই কথাগুলো বলা একটি সম্পর্কের জন্য খুব জরুরী এবং শুধু জরুরীই নয় ভালবাসার মজবুত সেতু তৈরি করে কথাগুলো। তুমি আমার সবকিছু এই কথাটি বলা মানেই সঙ্গীর উপর প্রচণ্ড ভাবে ভরসা করা। দাম্পত্য জীবন হোক কিংবা প্রেমের সম্পর্ক সবসময় একসাথে থাকা ও তাকে নিজের সবকিছু মনে করা এই কথাটি মুখ ফুটে বলুন। আপনার প্রতি তার বিশ্বাস ও ভরসা আরও বেশি শক্ত হবে।

Monday, October 27, 2014

Best Worker Facebook Status

একজন বয়স্ক রাজমিস্ত্রী তার কাজ
থেকে অবসর নিতে চাইলো। তাই
সে তার মালিকের
কাছে গিয়ে বললো,’বস,আমি এই
বাড়ি বানানোর কাজ থেকে অবসর
নিয়ে আমার স্ত্রী ও ছেলেমেয়েদের
সাথে সময় কাটাতে চাই।‘
তার মালিক এতে কিছুটা দুঃখ পেল
কারন সে ছিলো সবচেয়ে দক্ষ ও
কর্মঠ রাজমিস্ত্রী। সে বললো,'ঠিক
আছে,কিন্তু তুমি কি চলে যাওয়ার
আগে আর একটি মাত্র
বাড়ি বানাতে আমাদের সাহায্য
করবে?’ বয়স্ক রাজমিস্ত্রী এই
প্রস্তাবে স্বানন্দে রাজী হয়ে গেল।
কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল
তার মন সেখানে ছিল
না এবং সে সবসময় তার অবসরের
কথা ভেবে অন্যমনস্ক থাকতো।
সবসময় সে বাড়ির চিন্তা করতো।তাই
এর আগে যত কাজ সে করেছিলো এই
কাজটাই তার করা সবচেয়ে খারাপ কাজ
হয়ে গেল।
যখন সে বাড়িটি তৈরী করা শেষ
করলো তখন তার মালিক
বাড়িটি দেখতে এলো এবং বৃদ্ধের
হাতে বাড়ির
চাবি দিয়ে বললো,’এটা এখন
থেকে তোমার বাড়ি,তোমার
প্রতি আমার উপহার।'
এই কথা শুনে বৃদ্ধ আফসোস
করে উঠলো!
সে মনে মনে ভাবলো,'হায় হায়!
যদি আমি শুধু একবার জানতাম
যে আমি আমার নিজের
বাড়ি তৈরী করছি! তাহলে এটা আমার
জীবনে করা সবচেয়ে ভাল কাজ হতো!'
বাস্তবেও আমরা প্রতিটা দিন
আমাদের জীবনকে এই বাড়ির মতই
তৈরী করে চলেছি। কিন্তু
আমরা প্রায়ই তা ভুলে যাই। আর তাই
সব কাজে আমাদের বেস্ট টার
চেয়ে অনেক কম চেষ্টাটা করি,অনেক
কম পরিশ্রমটা দেই।আমরা যদি আজ
এই
সত্যটা উপলব্ধি করতে পারি তবে আমরা হয়তো আমাদের
সেরা পরিশ্রমটাই দিতে পারবো।
আমরা আমাদের জীবনের
ফেলে আসা দিনে ফিরে যেতে পারি না,
তোমার জীবনের সেই
রাজমিস্ত্রীটি তুমিই, যে প্রতিদিন ইট,
কাঠ,পেরেক দিয়ে তোমার
জীবনটাকে গড়ে তুলছো। তোমার
আজকের কাজ, চেষ্টা, পরিশ্রম
আগামী দিনের সেই
বাড়িটা তৈরী করবে যেখানে তুমি থাকবে।
তাই আজই যত্নবান হও।

Monday, October 20, 2014

Husband & Wife Probloum Solved



সমবয়সী স্বামী-স্ত্রীর মধ্যে হতে পারে বিভিন্ন দাম্পত্য সমস্যা
স্বামীর বয়স স্ত্রীর বয়সের দ্বিগুণ হওয়াটা বেশ কিছুদিন আগেও ছিল স্বাভাবিক ব্যাপার।সময়ের পরিবর্তনে শিক্ষিত মানুষের মধ্যে বয়সের কম ব্যবধানে বিয়ে করার প্রবণতা বেড়ে গেছে উল্লেখযোগ্য হারে। বিয়ে মানে এখন আর শুধু প্রজননের সঙ্গীকে খোঁজা নয়। জীবনের সর্বাঙ্গীন সুখ-দুঃখ, হাসি-আনন্দ, সফলতা-বিফলতায় সমান ভাগীদার খোঁজা। আর তাই সমবয়সীদের মাঝে বিয়ের ব্যাপারটা ইদানীং খুব বেশি দেখা যাচ্ছে।
একই সঙ্গে পড়াশুনা বা চাকরি করতে গিয়ে কাছাকাছি আসা, মনের মিল খুঁজে পাওয়া এবং শেষে ঘর বাঁধা। সমবয়সী স্ত্রীর সঙ্গে বন্ধুর মতো সব কিছু শেয়ার করা যায়। নিজের ভালোলাগার বিষয়গুলো তার সঙ্গে মিলে যায় সহজেই। বিষয়গুলো আবার সব সময় একই রকম থাকে না। কখনো পড়তে হয় দারুণ বিপাকে। আর তাইতো অনেক অভিভাবকই মেনে নিতে পারেন না ব্যাপারটা।সমবয়সী বিয়ের ক্ষেত্রে কিছু কমন সমস্যা আমরা প্রায়ই দেখতে পায়। যা বিষিয়ে তুলতে পারে দাম্পত্য জীবনের পুরোটায়।


অনেক সময় দেখা যায় সমবয়সী পুরুষ নারীর কাছে মানসিক দিক থেকে ভ্রাতৃতুল্য হয়। কিন্তু পুরুষটির আচরণে এসে পড়ে কর্তৃত্ব। যেহেতু নারীটি ওই পুরুষের থেকে পরিণতমনস্ক, সেই কারণে তার থাকে দিদিগিরি। অচিরেই শুরু হয়ে যায় ব্যক্তিত্বের সংঘাত। আবার এমন হয়, যুক্তি বুদ্ধি নিয়ে গড়ে ওঠা মেয়েটির নিজস্ব চিন্তা ভাবনাকে সম্মান দেখানোর মানসিকতা থাকে না পুরুষটির। মেয়েদের যেহেতু পারিপার্শ্বিকতা বোঝার ক্ষমতা একটু বেশি। ছেলেটির তুলনায় মেয়েটি যখন বেশি সচেতন তখন তা হয় দাম্পত্যজীবনে মতভেদ, জটিলতা ইত্যাদির কারণ হয়। একে অপরকে যথাযথ সম্মান দিতে নারাজ। আবেগের ভাটা পড়লে সম্পর্কের পরণতি হয় ডিভোর্সে।

এ তো গেল যৌবনের সংঘাত। এই সংঘাতের মধ্য দিয়ে কেউ যদি টিকে গেলে আসে আরেক ঝামেলা। দুজনেরই বয়স যখন ৪০ থেকে ৪৫-এর মধ্যে। নারীটির মেনোপজ শুরু হয়ে গেছে। নারীদের জীবনে এটি একটি টার্নিং পয়েন্ট। নানা স্বাভাবিক সঙ্কট তৈরি হয় এই সময়। পিরিয়ড বন্ধ হয়, প্রজনন ক্ষমতা হারায়, যৌনমিলনে অনিচ্ছা, ক্যালসিয়ামের অভাব ঘটে। একই সঙ্গে চলে মানসিক সমস্যা। আর তখন তা ভয়ঙ্কর হয়ে ওঠে। তারা ভাবতে শুরু করে তার আর দেয়ার কিছু নেই। মনে চলে আসে বিষণ্ণতা। প্রাকৃতিক কারণে আগে পরিণত হওয়ায় নারীকে আগেই বার্ধক্য গ্রাস করে ফেলে।

একই বয়সে পুরুষটি তখন টাট্টু ঘোড়া। এই মধ্য-দুপুরে পুরুষটি তখন নিদারুণ অসহায়। কামযন্ত্রণা থেকে মুক্তি পেতে দিশেহারা সে। তার প্রভাব দাম্পত্যজীবনে এসে পড়বেই। অশান্তিতে শুরু হয় ডিভোর্সের সম্ভাবনা। অর্থাৎ সমবয়সে বিয়ে করা মানে অশান্তিকে দাওয়াত দেয়া।

পাত্রীর চেয়ে পাত্রের বয়স কমপক্ষে ৫ বছর এবং বেশি হলে ১০ বছরের মধ্যে থাকা উচিৎ। ব্যতিক্রম ঘটনা থাকতেই পারে, কিন্তু সেটা আলোচনার মধ্যে আসতে পারে না। ব্যতিক্রম সবসময়ই ব্যতিক্রম। আর তাই কিছু সমবয়সী দম্পতিও হতে পারেন দারুণ সুখী।

Sunday, October 19, 2014

How To Change Facebook Timeline Name In 60 Days Before



. ৬০ দিনের
আগে নাম চেঞ্জ
করতে
১.প্রথমে Setting &
Privacy
তে যান।
:
২.তারপর Genarel এ যান।
:
৩.তারপর Name এ
ক্লিক করুন।
:
৪.আপনার নামের নিচে Learn
more
লিখা আছে ঐখানে ক্লিক
করুন।
:
৫.তারপর দেখবেন নীল
রঙ্গে লিখা let us
us
তে যান।
:
৬.তারপর আপনি যে নান
দিতে চান সেই নাম
গুলো তিনটি ঘরে লিখুন

1st name এবং last
name লিখতেই হবে। middle name
না লিখলেও হবে ।
:
৭.Reason for this
change
লিখা ঘরে ক্লিক করে Legal Name
Change এ
ক্লিক করুন।
:
৮.তারপর Choose এ
ক্লিক করে যেকোনো একটি ফটো আপলোড
করে send
করে দিন।
তারপর দেখুন ৩
দিনের
ভিতর অাপনার নাম চেঞ্জ হয়ে গেছে।

Friday, October 17, 2014

বিনা পয়সায় একটা পেসক্রিপশন করে গেলাম

বিনা পয়সায় একটা
পেসক্রিপশন করে গেলাম,
রেখে দিয়েন কাজে দিবে,
নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে
মেল আর ফিমেলের বিবাহ আবশ্যক মানুষ প্রজাতিতে।
তাই কেউ বিয়ে করলে গ্রামের
মেয়েকে করবেন,কারণ
এরা বরজোড় পাট ক্ষেত,
ভুট্টা ক্ষেত,কলা বাড়ি
,বাসের ঝাড় অথবা
নিজ বাসার কোন চিপায়
যেতে সক্ষম হয়েছিল
কিন্তু বেশী আধুনিক সিস্টেম
করতে পারেনি।
এই দিকে একটু সুবিধা পাবেন।
কিন্তু শহরের গুলা রফিকের
ফ্লাট,রহিমের খালার বেড
রুম,বন্ধুর মেস,
খালাতো ভাইয়ের দামী
সোফা,আবাসিক হোটেল
ইত্যাদিতে বিভিন্ন সিস্টেমে
গেছে। অনেক আধুনিকতার
পরশ পেয়েছে ভদ্র পরিবারের শিক্ষিতের নামে অতি স্মার্টেরা।ফ্রেম পাবেন
কিন্তু সস্তি পাবেন না।
ও আরেকটা বিষয় কারোও
সাথে মিলে আমাকে বকা
দিতে ভুলবেন না।
থ্রাড ক্লাস লেখা গুলো
এড়িয়ে গেলেই হবে।

Thursday, October 16, 2014

***ইসলাম ধর্মে হস্তমৈথন সম্পূর্ণ হারাম***

***ইসলাম ধর্মে হস্তমৈথন সম্পূর্ণ হারাম***
→ হস্তমৈথনে ক্ষতিসমূহঃ
হস্তমৈথুনের কারণে দুই ধরনের সমস্যা হয়,
(১) মানসিক সমস্যা ।
(২) শারীরিক সমস্যা ।
• পুরুষদের ক্ষেত্রেঃ
১) পুরুষ হস্তমৈথুন করলে প্রধান যে সব
সমস্যায় ভুগতে পারে তার মধ্যে একটি হল
নপুংসকতা (Impotence) ।
অর্থাৎ ব্যক্তি যৌন সংগম স্থাপন
করতে অক্ষম হয়ে যায় ।
২) আরেকটি সমস্যা হল অকাল
বীর্যপাত (Premat ure Ejaculation) ।
অর্থাৎ খুব অল্প সময়ে বীর্যপাত ঘটে ।
৩) বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যায় ।
তখন বীর্যে শুক্রাণুর সংখ্যা হয় ২০
মিলিয়নের কম (২ কোটি) ।
যার ফলে সন্তান জন্মদানে ব্যর্থতার
দেখা দেয় ।
একজন পুরুষ যখন স্ত্রী গমন করেন 
তখন তার থেকে যে বীর্য বের হয় 
সে বীর্যে শুক্রাণুর. সংখ্যা হয় 
৪২ কোটির মত ।
স্বাস্থ্যবিজ্ঞান মতে --
কোন পুরুষের থেকে যদি ২০ কোটির 
কম শুক্রাণু বের হয় তাহলে সে পুরুষ 
থেকে কোন সন্তান হয় না ।
৪) অতিরিক্ত হস্তমৈথুন পুরুষের
যৌনাঙ্গকে দুর্বল করে দেয় ।
• নারীদের ক্ষেত্রেঃ
১) নারীরা যখন স্বমেহন বা হস্তমৈথুন
করে তখন তার কুমারীত্ব (Virgi nity)
হারানোর সম্ভাবনা বেড়ে যায় ।
অনেকে স্বমেহন করতে গিয়ে কুমারীত্ব
হারিয়ে ফেলে ।
ফলে তার বিয়ে করতে সমস্যা হয় ।
বিয়ের পর স্বামী তার এ অবস্থা 
দেখে তাকে সন্দেহ করে তালাক দেয় ।
তাই হস্তমৈথুন নারীদের অনেক বড়
সমস্যার সৃষ্টি করে ।
আরো অনেক সমস্যা থাকতে পারে ।
• নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেঃ
১) পুরো শরীর দুর্বল হয়ে যায় এবং শরীর
রোগ-বালাইয়ের যাদুঘর হয়ে যায় ।
২)চোখের ক্ষতি হয় ।
৩) স্মরণ শক্তি কমে যায় ।
৪) মাথা ব্যথা হয় ।
৫) আর উময়েরই সামান্য উত্তেজনায়
যৌনাঙ্গ থেকে তরল পদার্থ বের হয় ।
ফলে অনেক মুসলিম ভাই- বোনেরা 
সালাত পড়তে পারেন না ।
ইত্যাদি আরো অনেক অজানা সমস্যা 
হয় হস্তমৈথুনের কারণে ।
→ বাঁচার উপায়ঃ
(ছেলে,মেয়ে উভয়ের জন্য)
১. নামাযের পর সুরা তওবার শেষ দুই
আয়াত পড়ে গায়ে ফুঁক দিবে প্রতিদিন।
এটা পরীক্ষীত...
২. কোন কারণে লিঙ্গ উত্তেজিত হলে হাত দ্বারা স্পর্শ করবেন না ।
৩.অশ্লীলতার ধারে কাছেও যাবেন না 
এবং খারাপ কিংবা অশ্লীল ছবি দেখবেন না ।
৪. FB তে বা অন্য কোথাও অশ্লীল কিছু দেখলে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন ।
৫. সর্বদা আল্লার প্রতি ভয় রাখবেন ।
৬. যেহেতু এটি হারাম তাই আপনার 
ইচ্ছা শক্তি দৃঢ় রাখবেন, তাহলেই হারাম থেকে বাচতে আল্লাহও সাহায্য করবেন ।