Thursday, October 30, 2014

Good-to-Know



জেনে রাখা ভালো:- দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কিছু টিপসঃ
১. যাদের রাতে ঘুম হয় না তারা ঘুমুতে যাবার আগে চিনিসহ এক গ্লাস দুধ খান। এমনিতেই ঘুম পাবে।
২. তাজা ফুল অনেকেই পছন্দ করেন।
কিন্তু তা বেশিদিন ঘরে রাখা যায় না, নেতিয়ে যায়।
ফুল বেশিদিন তাজা রাখতে হলে ফুলদানির পানিতে একটু কর্পূর মিশিয়ে দিন।
ফূল অনেকদিন তাজা থাকবে।
৩. ঘরে বিভিন্ন ফলফলাদি থাকলে মাছির উৎপাত হয়।
মাছির উৎপাত এড়াতে চাইলে ঘরে একটি হালকা ভেজা দড়ি ঝুলিয়ে রাখু মাছি সব দড়িতে বসবে।
৪. বৃষ্টির দিনে পিপঁড়ার উৎপাত হলে ব্লিচিং পাউডার পানিতে মিশিয়ে ঘর মুছুন।
পিপঁড়ার উৎপাত কমে যাবে।
৫. সিল্ক এবং জরির কাজ করা শাড়ি, জামা, ওড়না ইত্যাদিতে সহজেই ছত্রাক পড়ে।
টিস্যু পেপার দিয়ে মুড়ে রাখুন, ছত্রাক পড়বে না।
৬. পেয়াজ কাটলে হাতে গন্ধ হয়।
তাই কাটার পর হাতে সরিষার তেল মেখে নিবেন। গন্ধ হবে না।
৭. পারলে প্রতিদিন একবার করে মুখে বরফ ঘষুন।
এটি ত্বকের জন্য ভালো।
৮. মুখে ব্রণ উঠলে বেশি বেশি পানি পান করুন ।
ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখী থাকুন। আপনার কোন সমস্যা হলে আমাদের মেসেজ করতে পারেন।
আমরা আপনাদের চিকিৎসা দিতে চেষ্টা করব।
লাইক না দিয়ে কেহ যাবেন না।
পোস্টটি আপনাদের উপকারে এলে এবং ভালো লাগলে আমাদের একটা লাইক দিয়েন ও শেয়ার করুন এবং কমেন্টে আমাদের একটা thnx অথবা ধন্যবাদ জানাইয়েন।
আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ ।

No comments:

Post a Comment