Showing posts with label Sova. Show all posts
Showing posts with label Sova. Show all posts

Saturday, March 7, 2015

খুব মনোযোগ দিয়ে পড়বেন



খুব মনোযোগ দিয়ে পড়বেন। সম্পর্কের
কয়েকটা ফ্যাক্টঃ
☞ চুমু খাওয়া স্বাস্থ্যকর!
☞ ছেলেরা যদি কোন
মেয়েকে অপমান
করে, এর অর্থ সে তাকে পছন্দ করে।
☞ ৮৯% মেয়েই ছেলেদের কাছ
থেকে প্রথমে প্রপোজ আশা করে।
☞ একটা মেয়েকে পেছন থেকে যখন
তার
বয়ফ্রেন্ড কোমড় জড়িয়ে ধরে,
এটা সে সবচেয়ে বেশী পছন্দ করে।
☞ স্ত্রী'রা সেই
মুহূর্তটা ভালবাসে যখন তাদের
স্বামীরা তাদেরকে টাই
বেঁধে দিতে কিংবা কোটটা পড়িয়ে দিতে বলে।
☞ ছেলেরা তাদের পছন্দের
মেয়েকে রাগিয়ে লাল
টুকটুকে চেহারাখানা দেখতে ভালোবাসে !
☞ সত্যিকারের বন্ধুরা কখনোই আপনার
বন্ধুত্বের পরীক্ষা নিবে না।
☞ পৃথিবীতে কেউ না কেউ অবশ্যই
আছে যার চোখের
জলকে আপনি নিজের
জীবনের চাইতেও বেশী মূল্য দেন।
☞ যদি আপনি অন্তর
থেকে কাউকে চান,
জেনে রাখুন সেই মানুষটাও
আপনাকে ভেবেই
ঘুমুতে যায়।
☞ ৯৯% ছেলে তার ভালোবাসার
মানুষকে নিয়ে ঘুমানোর
আগে চিন্তা করে।

Friday, March 6, 2015

Facebook Status



এই যে আপু , হুম, আপনাকেই বলছি । আচ্ছা আপনি একটা ছেলেকে ভালোবাসেন...... আপনারা ঘুরাঘুরি করেন,ডেটিং করেন, বিভিন্ন রেস্তুরায় লাঞ্চ করেন,শপিং করেন... সবগুলো খরচ আপনার বয়ফ্রেন্ড বহন করে... আপনি যেমন স্টুডেন্ট,আপনার বয়ফ্রেন্ডও তো স্টুডেন্ট... তাই নয় কি ?? সে এই টাকা গুলো কোথায় থেকে এনে খরচ করছে, একবারও তাকে জিজ্ঞেস করেছেন ?? নাকি শুধু পেয়ে নেচে নেচে খুশী হয়েই যাচ্ছেন ??? ____যখন সব কিছুর খরচ আপনার বয়ফ্রেন্ড নিজের পকেট থেকে দেয়, আপনার বিবেক কি একবারও প্রশ্ন করে না যে ও টাকা পায় কোথায় ?? _______ এই যে আপু...হ্যাঁ আপনাকে... আপনাকে খুশী করতে সে তার পরিবারকে কষ্টে ফেলছে... তার নিজের ছোট ছোট ইচ্ছাকে আপনার খুশীর জন্য বিলীন করে দিচ্ছে... হয়তো ছেলেটা একটা সুন্দর টি- শার্ট কিনতো... কিন্তু আপনার সাথে কিছু সুন্দর মূহুর্ত কাটাবে বলে সে টাকাটা জমিয়ে রেখে দিয়েছে... ________কেন করতে পারছে এমন জানেন... কারন... আপনার কাছে তার কোন কেয়ার নেই... যদি কেয়ার থাকতো তাহলে তাকে জিজ্ঞেস করতেন, এই তুমি যে আমায় গিফট দিবে তুমি টাকা পাবে কোথায় ?? নিজেইতো আমার মতো বেকার... তখন যদি সে বলতো, আমি টাকা জমিয়েছি তোমার জন্য... ___আপনি সত্যি তাকে ভালোবাসলে কি করতেন জানেন ??? শপিং এ যেতেন ঠিকই, উল্টো নিজের টাকা দিয়ে তাকে ছোট্ট একটা গিফট কিনে দিতেন, আর বলতেন তোমার জমানো টাকা দিয়ে... তোমার অব্বু,আম্মুর জন্য গিফট কিনে ঈদে দিও তারা অনেক খুশী হবে... আপনি নিজে কল্পনাও করতে পারবেন না, সেকতটা খুশী হবে... কারন কি জানেন ??? কারন একটা ছেলে চায় তার গার্লফ্রেন্ড/ বউ তার থেকে তার পরিবারকে বেশী ভালোবাসুক... এতে তার মধ্যে অনেক বেশী ভালোলাগা কাজ করে... ______আচ্ছা কখনো কি বলেছে যে, এই আজ রেস্তুরায় খাবো না... এখানে অন

Download This Photo

Sunday, November 2, 2014

Love Story

একটা ছেলে,
একটা মেয়েকে প্রপোস
করলো।
,
,
, ,
মেয়েটি ছেলেটি কে পাত্তাই
দিলোনা,
ছেলেটি বলল
আমি তোমাকে একশো দিন সময়
দিলাম, তুমি ভেবে দেখ,
আমি এই একশ দিন তোমার বাসার
সামনে থাকবো, এবং তোমার জন্য
অপেক্ষা করবো।
এই বলে ছেলেটি চলে গেল,
পরদিন থেকে ছেলেটি সেই বাসার
সামনে অপেক্ষা করতে লাগলো।
এভাবে ৯৯ দিন চলে গেল।
মেয়েটি ছেলেটাকে ভালবেসে ফেলল,
আজ একশ দিন পুর্ণ হবে,
মেয়েটি আজ ছেলেটাকে ভালবাসার
কথা বলবে,
সে বাসার সামনে গেল,
কিন্তু সেখানে ছেলেটাকে দেখল
না, সেখানে একটা চিঠি পেল,.
"আমি সত্যি তোমাকে অনেক ভালবেসে ছিলাম,
আমি বিশ্বাস করতাম তুমি আমার
কাছে আসবে,
আমি যখন তোমার বাসার
সামনে ঘুর
ঘুর করচিলাম, তখন তোমার পাশের বাসার
মেয়েটা আমাকে ফলো করছিল,
এক মাস যাওয়ার পর,
সে আমাকে অফার
করলো,
আমি তাকে তোমার কথা বললাম, সে তারপর আমাকে পেতে চাইলো।
আমি তাকে কিছু বললাম না,
যখন
বৃষ্টিতে হচ্ছে তুমি হয়তো গায়ে কম্বল
দিয়ে সুয়ে আছো,
তখন তোমার পাশের বাসার মেয়েটা আমার জন্য
ছাতা এনেছে,
তার ছোখের
লুকানো পানি আমি দেখেছি,
তুমি একবার ও বের হয়ে দেখনি,
আমি কেমন আছি। আমি তোমার মতো স্বার্থপর
হতে পারিনি,
আমি আজ আমার সত্যি কারের
ভালবাসার মানুষ টাকে পেয়েছি,
তোমার কাছে আমার কোন দাম
নেই, কিন্তু ওর কাছে আমার দাম অনেক,
তাই আমি আমার ভালবাসার মানুষ
টার কাছে চলে গেলাম। ভাল
থেকো,
চিঠি টা পড়ে মেয়েটি কাঁদতে লাগলো।
আমি সত্যি বোকা, তোমাকে আমি প্রথম দিন
থেকে ভালবেসেছি, কিন্তু
বলিনি,
আমার প্রতি তোমার
ভালবাসা কতটুকু পরিক্ষা করার
জন্য। আমি বুঝিনি তুমি অন্য
কারো হয়ে যাবে।
তুমি ফিরে এসো,
আমি তোমাকে সত্যি অনেক
ভালবাসি।
মেয়েটি কাঁদতে লাগলো, কিন্তু অনেক দেরী হয়ে গেচে,
*** ভালবাসার মানুষ
টাকে পরীক্ষা করা ভাল, কিন্তু
এমন
পরীক্ষা করো না যাতে পরে তোমাকে কাঁদতে হয়


Wednesday, October 29, 2014

Love Histry Status



অনেক কিছুতো পেলাম এই ক্ষুদ্র জীবনে....! বুক ভরা ভালবাসা যেমন পেয়েছি-দু'চোখ ভরা ঘৃণাও... ভালবেসে কেউ যেমন সারা জীবন আগলে রাখতে চেয়েছিল আবার অনেকে প্রচন্ড অবিশ্বাসে ফিরিয়েও দিয়েছে...! কেউ কেউ যেমন তার জীবন থেকে বেশি ভালবেসেছিল-আমি ধরে রাখতে চাইনি। কাউকে আমি চেয়েছি-পাইনি....? এই রকম অম্ল-মধুর, টক-ঝাল-মিষ্টি অনেক কিছুই। ভাল'র চেয়ে ভাল বন্ধু যেমন পেয়েছি-খারাপ শত্রুও কম ঝুটেনি....! কিন্তু জীবনের এই পর্যায়ে এসে নিজেকে- ভারত পাকিস্তান সীমান্তের "নো-ম্যানস ল্যান্ডে" নিহত হওয়া কোন "পাসপোর্ট" বিহীন নাগরীক এর মতো মনে হচ্ছে..... এ বলে আমার...! ও বলে আমার....! আসলে মনে হয় আমি কারও না।

Tuesday, October 28, 2014

5 Love Tips



সম্পর্ক চিরকাল ধরে রাখতে সঙ্গীকে বলুন ৫টি কথা প্রতিদিন ভালোবাসা বিষয়টি অনেক সুন্দর। এই শব্দটির সাথে জড়িয়ে আছে অনেক মায়া, আশা-ভরসা, বিশ্বাস। জীবনে চলতে গিয়ে যখন কাউকে ভালোবেসে ফেলবেন চেষ্টা করুন তাকে ধরে রাখতে। কারণ সুন্দর একটি সম্পর্ক কিন্তু বারবার তৈরি হয়না। তাই যখন আপনার পছন্দের মানুষটির সাথে আপনার সব কিছুই মিলে যাবে, তখন তাকে আপনার ভালবাসায় এমন ভাবে আবদ্ধ করুন যেন সে চাইলেও আপনাকে ছেড়ে চলে যেতে না পারে। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে ও সবসময় সুখী থাকতে আপনি পালন করতে পারেন অল্প কিছু বিষয় যার জন্য আপনার দাম্পত্য জীবন অথবা প্রেমের সম্পর্ক টিকে থাকবে চিরকাল। তাকে “ভালবাসি” বলুন ভালবাসি কথাটি অনেক কিছুই বহন করে। এর ওজন অনেক বেশি, কিন্তু মুখে বলা খুব সহজ। ভালোবাসার মানুষটিকে প্রতিদিন বলুন যে আপনি তাকে ভালবাসেন। বারবার বলায় কোন লজ্জা নেই কিংবা কোন বারণ নেই। তাই বলুন যতবার ইচ্ছে ততবার। তোমার সাথে চিরকাল থাকতে চাই চিরকাল একসাথে থাকার জন্যই নিশ্চয়ই ভালবেসেছেন। সম্পর্ক কখনোই খুব সহজে তৈরি হয়না। একটি ভালো সুন্দর সম্পর্ক তৈরি করতে এবং তা টিকিয়ে রাখতেও লাগে অনেক ধৈর্য। তাই সবসময় পাশাপাশি থাকুন। তাকে আপনার উপর ভরসা করতে সহায়তা করুন, বলুন একসাথে পুরো জীবনটাই পার করে দিতে চান আর ছেড়ে যাবেন না কখনোই। তোমাকে দেখতে সুন্দর লাগছে একটি ভালবাসাময় সম্পর্কে কিছু প্রশংসা থাকা প্রয়োজন, যা সম্পর্ককে আরও বেশি মজবুত করে। কোথাও ঘুরতে যাচ্ছেন? সঙ্গীকে বলুন তোমাকে সুন্দর লাগছে কিংবা একসাথে শপিং করুন পরস্পরের পছন্দে। কী পরলে, কী করলে সঙ্গীকে আপনার চোখে সবচেয়ে সুন্দর দেখাবে তা নিয়ে নিজেরা কথা বলুন। তার মনের মত ভাবে নিজেকে উপস্থাপনও করুন। তোমাকে শ্রদ্ধা করি সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সম্মান। একে অপরকে সম্মান করলে সেখানে কোন সমস্যা হবে না কখনোই। তাকে বলুন আমি তোমাকে বিশ্বাস করি, শ্রদ্ধা করি। এই কথাগুলো বলা একটি সম্পর্কের জন্য খুব জরুরী এবং শুধু জরুরীই নয় ভালবাসার মজবুত সেতু তৈরি করে কথাগুলো। তুমি আমার সবকিছু এই কথাটি বলা মানেই সঙ্গীর উপর প্রচণ্ড ভাবে ভরসা করা। দাম্পত্য জীবন হোক কিংবা প্রেমের সম্পর্ক সবসময় একসাথে থাকা ও তাকে নিজের সবকিছু মনে করা এই কথাটি মুখ ফুটে বলুন। আপনার প্রতি তার বিশ্বাস ও ভরসা আরও বেশি শক্ত হবে।

Tuesday, September 23, 2014

আসলে জীবনটা কি

আসলে জীবন একটা দীর্ঘ রেল-যাত্রার মত, যেখানে মানুষের জন্মের পর থেকে যাত্রা শুরু। এর পর প্রতি ষ্টেশনে কিছু নতুন যাত্রী উঠে মানুষটার আশেপাশে, আবার পরের ষ্টেসনে কিছু যাত্রী নেমে যায় আবার উঠে কিছু যাত্রী। জীবনে সম্পর্কগুলোও এরকম। আমরা জীবনের প্রতি ষ্টেশনে ষ্টেশনে কিছু সম্পর্ক যোগ করি আবার কিছু সম্পর্ক পেছনে ফেলে আসি। এভাবেই আমরা এগিয়ে যাই শেষ ষ্টেশনের দিকে।