* Computer Servicing & training Center * High speed Internet Browsing & Cyber Cafe * Online Outsourcing Training & Per time Jobs * Wi Fi Internet Use Mobile & Laptop * Facebook,Email,Seo Training * Government Permission Certificate Computer Training * Online Jobs Application Apply * All School,College & University Application & Results
Friday, June 19, 2020
Sunday, June 14, 2020
Monday, June 8, 2020
Sunday, June 7, 2020
SILICA GEL-" Throw Away" "Do not eat"
"SILICA Gel" বাজার থেকে নতুন কোন ব্যাগ,
ঔষধ বা ঔটার পট কিনে আনলে অনেক সময় ভেতরে এই সিলিকা জেল এর প্যাকেট টি
দেখতে পাওয়া যায়। প্যাকেটের গায়ে যদিও লিখা আছে " Throw Away" "Do not eat"
তাই বলে এটা ছুড়ে ফেলে দিবেন না। এর অনেক কাজ আছে। আবার ফেলে দিবেন না বলে
খেয়েও ফেলবেন না ভুলেও। তাহলে বলতে হবে DIE AT UR OWN RISK
আচ্ছা এবার আসল কথায় আসি.........
অলরেডি
বর্ষাকাল শুরু হয়ে গেছে। আর বর্ষা আসলেই আমাদের ল্যাপটপ এর সমস্যার মাত্রা
অনেক বেড়ে যায়। শুধু ল্যাপটপই না, কম বেশি অনেক ইলেকট্রনিক ডিভাইস এই নানা
সমস্যা দেখা দেয়। কারন ডিভাইস manufacturer company গুলো সবসময় আমাদের
দেশের আবহাওয়ার কথা মাথায় রেখে তাদের প্রোডাক্ট বানায় না। তাই এর থেকে
মুক্তির জন্য কিছু সাবধানতা অবলম্বন করা যেতে পারে।
বর্ষা
কালে আমরা আমাদের ল্যাপটপ/ DSLR caring ব্যাগ এ ২-৩ টা সিলিকা জেল এর
প্যাকেট রেখে দিতে পারি। কারন সিলিকা জেল moisture absorber হিসেবে দারুন
কাজ করে। যা আপনার ব্যাবহার এর ডিভাইসটি কে শুষ্ক রাখতে সহায়তা করে।
সবসময়
চেষ্টা করবেন ল্যাপটপটি শুষ্ক এবং moisture free এনভায়রনমেন্ট এ রাখার।
কারন moisture ল্যাপটপ এর কিবোর্ডে এক ধরনের আবরন তৈরি করে। বাতাসে ভেসে
থাকা ধুলা এবং floating ফাইবার ল্যাপটপ এর কিবোর্ড এবং ডিসপ্লে এর উপর জমাট
বাঁধতে থাকে। তাই যখনই ল্যাপটপ ওপেন করবেন একটা 2 inch রঙের ব্রাশ দিয়ে
ধূলা এবং floating fiber গুলো সরিয়ে ফেলবেন, এটা keyboard এবং display কে
fungus থেকে রক্ষা করবে। ল্যাপটপ এ কি বোর্ড প্রটেক্টর ব্যাবহার না করাই
ভালো। কারণ এটা keyboard কে dry হতে দেয় না এবং ল্যাপটপ ব্যবহারের পর heat
বের হবার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়ায়।
লেপটপে
এর display Shutter সবসময় মাঝখান থেকে টেনে তুলবেন। আমরা অনেকেই সবসময়ই
ভুল করে ডান কোনা থেকে টেনে তুলি। এটা লেপটপেৰ hinge কে দুর্বল করে ফেলে।
কারণ একটা hinge এই সবসময় pressure পড়তে থাকে। আপ্নার ল্যাপটপ টি যদি slim /
ultrabook হয়ে থাকে এবং এয়ার vent/ heat fin/ heat pipe যদি single হয়ে
থাকে, তবে ওই লেপটপে gaming করবেন না এতে লেপটপ এর hardware গুলো
ক্ষতিগ্রস্থ হয় এবং স্থায়িত্ব কমে যেতে থাকে। gaming করার জন্য প্রতিটি
ব্র্যান্ড এর আলাদা প্রোডাক্ট segment থাকে যা gaming centric design,
performance, thermal management কে গুরুত্ব দিয়েই ইঞ্জিনিয়ার গণ এবং
ডিজাইনার রা মিলে ডেভেলপ করে থাকেন। তাই gaming এর জন্ন্য ওই সকল segments
থেকে product বাছাই করা উচিৎ।
বজ্রপাত
এর সময়ে ল্যাপটপ এর প্লাগ সকেট থেকে খুলে রাখুন। বজ্রপাতের সময়ে ভোল্টেজ
এর fluctuation হয় এবং এক ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। যার ফলে আপনার
ডিভাইস এর যন্ত্রাংশ পুড়ে যেতে বা খতিগ্রস্থ হতে পারে।
লেপটপে
ভারী কাজ অথবা gaming এর সময়ে পাওয়ার ক্যাবল connected রাখা উচিৎ। কারণ ওই
মুহূর্তে CPU clock boost হতে থাকে, GPU এর বেশি energy প্রয়োজন হয়, সাথে
সাথে বাকি সব hardware এর power consumption বেড়ে যায়।
রেগুলার ব্যবহারের ক্ষেত্রে Battery দুই থেকে তিন মাস পর পর calibration করুন, এতে battery এর স্থায়িত্ব বাঢ়ে।
বাজারে
এখন ব্যাকপ্যাক এর জন্য রেইন কভার পাওয়া যায়। আপনার কেরিং ব্যাগটি যদি
ঔটার প্রুফ না হয়, সেক্ষেত্রে বৃষ্টির সময়ে রেইন কভার ব্যাবহার করা উচিৎ।
কোন
কারনে আপনার ডিভাইসটি পানিতে ভিজে গেলে তা চালু না করে সাথে সাথে
ব্যাটারি/ পাওয়ার খুলে ফেলুন। ডিভাইসটি ভাল করে রোদে শুকিয়ে নিন অথবা
হ্যান্ড ব্লওয়ার দিয়ে সম্পূর্ণভাবে শুকিয়ে তারপর চালু করুন।
All rights reserved © A2Z COMPUTER WORLD
প্রথম প্রকাশ: 24 September, 2016
Subscribe to:
Posts (Atom)