Tuesday, March 3, 2020

Online Land R S Porchaa Download

 
 
https://youtu.be/3EaHIUWQGsU
 
 
 
 
জেনে নিন, কিভাবে মাত্র ১ মিনিটে অনলাইনে জমির খতিয়ান যাচাই করবেন-
 
আর,এস, খতিয়ানঃ- বর্তমানে প্রায় সব ধরনের খতিয়ান অনলাইনে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে জরিপ বিভাগের মাধ্যমে প্রস্তুতকৃত সর্বশেষ খতিয়ান হচ্ছে আর,এস, খতিয়ান যা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত, যেমন বি,এস, খতিয়ান; বি,আর,এস, ইত্যাদি।
 
কিভাবে সার্চ করবেন? 
আপনার কম্পিউটারে ইন্টারনেট চালু রেখে Google, Firefox বা অন্য যেকোন সার্চ ইঞ্জিন অন করে টাইপ করুন https://www.land.gov.bd/pages/R-S-Khotian এরপর keyboard থেকে Enter বাটন Press করুন। প্রথমে বিভাগ ঘর থেকে আপনার বিভাগ বাছাই করুন। এরপর জেলা ঘরে ক্লিক করলে আপনার বিভাগের অধীন সকল জেলা দেখতে পাবেন, আপনার জেলায় ক্লিক করুন। উপজেলার ঘরে ক্লিক করলে আপনার জেলার সকল উপজেলার নাম দেখতে পাবেন, আপনার উপজেলার নামে ক্লিক করুন। এরপর মৌজা ঘরে ক্লিক করলে আপনার উপজেলার যে সকল মৌজার খতিয়ান চুড়ান্ত হয়েছে, সে সকল মৌজার নাম দেখতে পাবেন। আপনার জমিটি যে মৌজায় অবস্থিত সেই মৌজার নামে ক্লিক করুন। 

মোট চার ভাবে সার্চ করে আপনার জমির খতিয়ান যাচাই করতে পারবেন। 
১। খতিয়ান নম্বর জানা থাকলে খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করে, 
২। দাগ নম্বর জানা থাকলে দাগ নম্বর দিয়ে সার্চ করে, ৩। জমির মালিকের নাম জানা থাকলে জমির মালিকের নাম দিয়ে সার্চ করে এবং 
৪। জমি মালিকের পিতা বা স্বামীর নাম জানা থাকলে জমি মালিকের পিতা/স্বামীর নাম দিয়ে সার্চ করে। এই চার মাধ্যমের প্রত্যেকটির বাম পার্শ্বে একটি ছোট গোল ঘর বা বৃত্ত রয়েছে। উপরের চার পদ্ধতির যে পদ্ধতিতে আপনি সার্চ করতে চান, তা বাম পার্শ্বের গোল ঘরে মাউস দিয়ে ক্লিক করুন। এরপর উপরের চার পদ্ধতির মধ্যে আপনি যে পদ্ধতিতে ক্লিক করেছেন তার ঠিক নিচে একটি ছোট বক্সটি আসবে, বক্সটি পূরণ করুন। অর্থাৎ খতিয়ান নম্বর সিলেক্ট করে থাকলে খতিয়ান নম্বরটি বক্সে লিখুন, দাগ নম্বর সিলেক্ট করে থাকলে দাগ নম্বরটি বক্সে লিখুন, মালিকের নাম সিলেক্ট করে থাকলে মালিকের নাম বক্সে লিখুন, মালিকের পিতা/স্বামীর নাম সিলেক্ট করে থাকলে পিতা/স্বামীর নাম বক্সে লিখুন। এরপর নিচে দুটি সংখ্যা যোগ করতে বলা হবে। সংখ্যা দুটি যোগ করে যোগফল নিচের বক্সে লিখুন। সর্বশেষ 'খুজুন' অপশনে ক্লিক করুন। এভাবে আপনি আপনার পছন্দের খতিয়ান দেখতে বা যাচাই করতে পারবেন। 

সি,এস, খতিয়ান ও এস,এ, খতিয়ান অনলাইনে যাচাই পদ্ধতিসহ জমি-জমা সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন- https://landregistrationbd.com/ এই ওয়েবসাইট। আর কি ভাবে পর্চা তুলবেন ভিডিও টি দেখুন 👉এখানে ক্লিক করুন