Saturday, March 7, 2015

খুব মনোযোগ দিয়ে পড়বেন



খুব মনোযোগ দিয়ে পড়বেন। সম্পর্কের
কয়েকটা ফ্যাক্টঃ
☞ চুমু খাওয়া স্বাস্থ্যকর!
☞ ছেলেরা যদি কোন
মেয়েকে অপমান
করে, এর অর্থ সে তাকে পছন্দ করে।
☞ ৮৯% মেয়েই ছেলেদের কাছ
থেকে প্রথমে প্রপোজ আশা করে।
☞ একটা মেয়েকে পেছন থেকে যখন
তার
বয়ফ্রেন্ড কোমড় জড়িয়ে ধরে,
এটা সে সবচেয়ে বেশী পছন্দ করে।
☞ স্ত্রী'রা সেই
মুহূর্তটা ভালবাসে যখন তাদের
স্বামীরা তাদেরকে টাই
বেঁধে দিতে কিংবা কোটটা পড়িয়ে দিতে বলে।
☞ ছেলেরা তাদের পছন্দের
মেয়েকে রাগিয়ে লাল
টুকটুকে চেহারাখানা দেখতে ভালোবাসে !
☞ সত্যিকারের বন্ধুরা কখনোই আপনার
বন্ধুত্বের পরীক্ষা নিবে না।
☞ পৃথিবীতে কেউ না কেউ অবশ্যই
আছে যার চোখের
জলকে আপনি নিজের
জীবনের চাইতেও বেশী মূল্য দেন।
☞ যদি আপনি অন্তর
থেকে কাউকে চান,
জেনে রাখুন সেই মানুষটাও
আপনাকে ভেবেই
ঘুমুতে যায়।
☞ ৯৯% ছেলে তার ভালোবাসার
মানুষকে নিয়ে ঘুমানোর
আগে চিন্তা করে।

Friday, March 6, 2015

Facebook Status



এই যে আপু , হুম, আপনাকেই বলছি । আচ্ছা আপনি একটা ছেলেকে ভালোবাসেন...... আপনারা ঘুরাঘুরি করেন,ডেটিং করেন, বিভিন্ন রেস্তুরায় লাঞ্চ করেন,শপিং করেন... সবগুলো খরচ আপনার বয়ফ্রেন্ড বহন করে... আপনি যেমন স্টুডেন্ট,আপনার বয়ফ্রেন্ডও তো স্টুডেন্ট... তাই নয় কি ?? সে এই টাকা গুলো কোথায় থেকে এনে খরচ করছে, একবারও তাকে জিজ্ঞেস করেছেন ?? নাকি শুধু পেয়ে নেচে নেচে খুশী হয়েই যাচ্ছেন ??? ____যখন সব কিছুর খরচ আপনার বয়ফ্রেন্ড নিজের পকেট থেকে দেয়, আপনার বিবেক কি একবারও প্রশ্ন করে না যে ও টাকা পায় কোথায় ?? _______ এই যে আপু...হ্যাঁ আপনাকে... আপনাকে খুশী করতে সে তার পরিবারকে কষ্টে ফেলছে... তার নিজের ছোট ছোট ইচ্ছাকে আপনার খুশীর জন্য বিলীন করে দিচ্ছে... হয়তো ছেলেটা একটা সুন্দর টি- শার্ট কিনতো... কিন্তু আপনার সাথে কিছু সুন্দর মূহুর্ত কাটাবে বলে সে টাকাটা জমিয়ে রেখে দিয়েছে... ________কেন করতে পারছে এমন জানেন... কারন... আপনার কাছে তার কোন কেয়ার নেই... যদি কেয়ার থাকতো তাহলে তাকে জিজ্ঞেস করতেন, এই তুমি যে আমায় গিফট দিবে তুমি টাকা পাবে কোথায় ?? নিজেইতো আমার মতো বেকার... তখন যদি সে বলতো, আমি টাকা জমিয়েছি তোমার জন্য... ___আপনি সত্যি তাকে ভালোবাসলে কি করতেন জানেন ??? শপিং এ যেতেন ঠিকই, উল্টো নিজের টাকা দিয়ে তাকে ছোট্ট একটা গিফট কিনে দিতেন, আর বলতেন তোমার জমানো টাকা দিয়ে... তোমার অব্বু,আম্মুর জন্য গিফট কিনে ঈদে দিও তারা অনেক খুশী হবে... আপনি নিজে কল্পনাও করতে পারবেন না, সেকতটা খুশী হবে... কারন কি জানেন ??? কারন একটা ছেলে চায় তার গার্লফ্রেন্ড/ বউ তার থেকে তার পরিবারকে বেশী ভালোবাসুক... এতে তার মধ্যে অনেক বেশী ভালোলাগা কাজ করে... ______আচ্ছা কখনো কি বলেছে যে, এই আজ রেস্তুরায় খাবো না... এখানে অন

Download This Photo

Wednesday, March 4, 2015

আজকাল মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশী



আজকাল মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশী।” কিছুদিন আগে এক বাড়ীতে মাস্তুরাত জামাতে স্থানীয় কয়েকজন ইসলামপ্রিয় নারী দ্বীনি আলোচনা শোনার জন্য (শরয়ী পর্দা বজায় রেখে) জমায়েত হয়েছিলেন । সেখানে আলোচনার এক পর্যায়ে একজন বলেছিলেন- “আজকাল মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশী।” কথাটা শেষ না করতেই একজন ভদ্রমহিলা উ...ঠে দাঁড়িয়ে প্রতিবাদের সুরে বললেন- আমি আপনার এ বাক্যটা মানতে পারলাম না। পুরুষ মানুষের আবার লজ্জা দেখলেন কোথায়? ওরা তো বেশরম, বেলাজ......। উক্ত মহিলা তখন আলোচনা বন্ধ করে বললেন, আপা! আপনি কি করেন? মহিলাটি তখন বলল- এই বিদ্যালয়ে শিক্ষকতা করি। আলোচক মহিলা তখন জানতে চাইলেন, ‘আপনার প্রতিষ্ঠানে কয়জন পুরুষ ও কয়জন মহিলা শিক্ষক আছেন? মহিলা বলল, আমরা সমান সমান। তখন তিনি বললেন, আপনি কি কোন দিন আপনার পুরুষ কর্মীদের পেট- পিঠ দেখেছেন? প্রতিবাদকারী নিশ্চুপ। আলোচক মহিলা বললেন, দেহ প্রদর্শন করা নির্লজ্জতা। কিন্তু এ কাজটা সাধারণত পুরুষরা করে না। আপনার যদি কখনো ইচ্ছে হয়, আপনার কোন পুরুষ সহকর্মীর পেট- পিঠ দেখবেন, তাহলে তাকে আহ্বান করে বলতে হবে, ভাই আপনার শার্ট বা পাঞ্জাবীটা একটু উপরে উঠান, আমি আপনার পিঠ বা পেট একটু দেখব। সে ভাই তখন অবশ্যই আপনাকে পাগল মনে করবে। আর আপনার পেট-পিঠ কতোভাবে কতো এ্যাংগেলে কত শত নারী-পুরুষ দেখছে, তার কি কোন হিসাব আছে? পুরুষেরা পেট-পিঠ বের করে বাইরে বা অফিস- আদালতে যাবে না, এটা তাদের স্বাভাবিক লজ্জা। যা থাকা উচিত ছিল মেয়েদের। অথচ মেয়েরা কিভাবে জামা বা ব্লাউজের গলাটা আরেকটু বড় করে কাঁধ ও বুকের উপরি অংশে বের করা যাবে- সে চেষ্টাই করে। এ পর্যায়ে বেচারা ভদ্রমহিলা একেবারে চুপ হয়ে গেলেন.......... ...........
Download Pdf

HSC Routine 2015 Final